একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল ২০১৯ ও পরবর্তী করণীয়

২০১৯-২০ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল ০৯ জুন প্রকাশ করা হয়েছে। যেসব শিক্ষার্থী তাদের পছন্দের কলেজে আসন পেয়েছে, বা যে কলেজে আসন পেয়েছে সেখানে ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে আগামী ১৮…

Advertisement

২০১৯-২০ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল ০৯ জুন প্রকাশ করা হয়েছে।

যেসব শিক্ষার্থী তাদের পছন্দের কলেজে আসন পেয়েছে, বা যে কলেজে আসন পেয়েছে সেখানে ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে আগামী ১৮ জুন তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন ফি বাবদ ১৯৫ টাকা (সার্ভিস চার্জ বাদে) (টেলিটক/শিউরক্যাশ/বিকাশ/ গ্রামীন ফোনের) মাধ্যমে পরিশোধ করে তাদের আসন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে তাদের প্রাথমিক আবেদন বাতিল বলে গন্য হবে।

ফলাফল দেখার উপায়ঃ

অনলাইনে রোল, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। আবেদনের সময় প্রদত্ত নম্বরে এসএমএস করেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

Advertisement

অনলাইনে ফলাফল দেখতে এই লিংকে ভিজিট করুনঃ College Admission Result Online

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সীমা

১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ০৯ জুন

শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ১১ থেকে ১৮ জুন পর্যন্ত

Advertisement

২য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ১৯ থেকে ২০ জুন পর্যন্ত (যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত (Selected) হয়নি –তারা কোন প্রকার ফি প্রদান ছাড়াই তাদের আবেদন update (নতুন কলেজ সংযোজন/বিয়োজন) করতে পারবে। যারা ইতিপূর্বে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ভর্তির জন্য নির্বাচিত (Selected) হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি –তারা আবেদন ফি ১৫০ টাকা (Teletalk /bKash/Surecash/Grameenphone এর মাধ্যমে) জমা দিয়ে আবেদন করতে পারবে এবং যারা পূর্বে আবেদন ফি জমা দিয়েছে কিন্তু আবেদন করেনি, তারা ও আবেদন করতে পারবে।)

পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশন ও ২য় পর্যায়ে আবেদনের ফল প্রকাশঃ ২১ জুন

২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২২ থেকে ২৩ জুন পর্যন্ত। (মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের পুনরায় নিশ্চায়ন ফি প্রদান করতে হবে না)

Advertisement

৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ২৪ জুন

পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশন ও ৩য় পর্যায়ে আবেদনের ফল প্রকাশঃ ২৫ জুন

৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২৬ জুন পর্যন্ত

ভর্তির সময়সীমাঃ ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত

ক্লাশ শুরুর তারিখঃ ০১ জুলাই ২০১৯

Advertisement

One Comment

  1. […] একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল ও পরবর্তী করণীয় জানতে আরো পড়ুন একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *