ছাত্র-ছাত্রীদের গণিতে ভালো করার ১০ উপায়

নিয়মিত অনুশীলন করলে নতুন ধারণাগুলিকে আরও ভালভাবে বুঝতে এবং গণিতের দক্ষতা উন্নত করতে সাহায্য করে। কঠোর পরিশ্রম ছাড়া গণিতে ভালো হওয়া অসম্ভব।

Advertisement

প্রায় সকল শিক্ষার্থীর কাছে গণিত বরাবরই একটি জটিল বিষয় বা Subject। গণিতে কিভাবে ভালো করা যায় তা নিয়ে প্রায় সকল শিক্ষার্থীর মধ্যেই ভয় এবং চিন্তা লক্ষ্য করা যায়।

তবে গণিতকে ভয় না পেয়ে সঠিক ভেবে অনুশীলন করার মাধ্যমে গণিতে ভালো ফলাফল করা সম্ভব। তাই আজকে আমরা গণিতে ভালো করার কিছু দুর্দান্ত উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।

গণিতে ভালো করার উপায়সমূহ

গণিতে ভালো ফলাফল করার জন্য Basics বোঝা, অনুশীলন করা, Group Study করা, ভুলগুলো খুঁজে বের করা ইত্যাদি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন এখন গণিতে ভালো করার উপায় সমূহ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক।

Advertisement

১. বেসিক ভালভাবে বুঝুন

গণিতে ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এর বেসিক সম্পর্কে জানা এবং বোঝা। গণিতে ভালো করার জন্য অবশ্যই আপনার একটি শক্তিশালী বেসিক বা ভিত্তি থাকতে হবে।

গণিতের বিভিন্ন মৌলিক ধারণা যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ, সরল, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা ইত্যাদির মতো বেসিক বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং এই বেসিক বিষয়গুলো বুঝতে আপনার কোনো সমস্যা নেই তা নিশ্চিত করতে হবে। 

আপনার বেসিক যদি দুর্বল হয় তাহলে গণিতে ভালো করার সম্ভাবনা খুবই কম এবং এই বেসিক যদি দুর্বল হয় তাহলে আপনি গণিতের সমস্যা গুলো ভালো হবে বুঝতে পারবেন না আর সমাধানও করতে পারবেন না। 

Advertisement

অতএব গণিতে ভালো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো বেসিক বিষয়গুলো জানা ও বোঝা এবং আপনার গণিতের বেসিক শক্তিশালী করে তোলা।

২. নিয়মিত অনুশীলন করুন

গণিতে ভালো করার একটি অন্যতম উপায় হলো গণিতের বিভিন্ন সমস্যাগুলো নিয়মিত Practice করা। গণিত বোঝা বা এর সমস্যা গুলোর সমাধান করা হলো এক ধরনের দক্ষতা যা নিয়মিত অনুশীলন করার মাধ্যমে উন্নত হয়।

গণিতে ভালো করার উপায়

আপনি গণিত যত বেশি অনুশীলন করবেন আপনার গণিতের সমস্যা গুলো সমাধান করার দক্ষতা ততই বৃদ্ধি পাবে এবং এর ফলে পরবর্তীতে আপনি যেকোনো ধরনের জটিল সমস্যারও সমাধান করতে পারবেন।

Advertisement

আবার দীর্ঘদিন গনিত অনুশীলন না করলে আপনার গণিতের Basic Learnings দুর্বল হয়ে যেতে পারে অর্থাৎ বেসিক বিষয় গুলোতেও সমস্যা দেখা দিতে পারে। এর ফলে পরবর্তীতে আপনি ছোট ছোট সমস্যা সমাধান করতে গেলেও হোঁচট খেতে পারেন।

গণিতে ভালো করার জন্য, এর বেসিক ঠিক রাখার জন্য এবং গণিতের যেকোনো ধরনের সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির জন্য তাই নিয়মিত অনুশীলন করার অপরিহার্য। 

৩. Homework ও Assignment করুন

গণিতে ভালো করার জন্য স্কুল, কলেজ বা শিক্ষকের দেওয়া গণিতের Homework ও Assignment গুলো করতে হবে এবং নিয়মিত তা অনুশীলনও করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা শিক্ষকরা যে সকল Homework ও Assignment দিয়ে থাকে সেগুলো মূলত আপনার দক্ষতা যাচাইয়ের জন্যই দিয়ে থাকে। হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে আপনার গনিতের দক্ষতা বা আপনি যা যা শিখেছেন তা প্রয়োগ করতে পারবেন।

নিয়মিত হোমওয়ার্ক ও এসাইনমেন্ট করার ফলে আপনার গনিতের অনুশীলনও হবে এবং এর ফলে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। নিয়মিত Homework ও Assignment আপনার গনিতের বেসিক আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

তাই শিক্ষকের দেওয়া গনিতের Homework ও Assignment গুলো নিয়মিত সমাধান করার চেষ্টা করতে হবে এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে।

৪. শিক্ষককে প্রশ্ন জিজ্ঞাসা করুন

গনিতের যেকোনো ধরনের সমস্যা থাকলে ক্লাসে শিক্ষকে তা জিজ্ঞাসা করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

অনেকেই দ্বিধা বা সংকোচের কারণে কোনো সমস্যা থাকলে বা সমস্যার সমাধান না করতে পারলেও ক্লাসে শিক্ষককে তা জানায় না বা জিজ্ঞাসা করে না। এ ধরনের অভ্যাস বাদ দিতে হবে।

কারণ আপনার সমস্যা বা প্রশ্ন থাকলে তা শিক্ষককে জিজ্ঞাসা না করলে আপনি কোনো সঠিক সমাধান পাবেন না। এর ফলে আপনার দক্ষতায় ঘাটতি থেকে যাবে যা পরবর্তীতে গনিতে ভালো ফলাফল করার পথে অন্তরায় হবে।

ক্লাসে শিক্ষককে জিজ্ঞাসা করতে না পারলে বা সম্ভব না হলে সহপাঠীদের কাছে তা জিজ্ঞাসা করেও সমাধান পেতে পারেন। আজকাল অনেক Online Platform গনিতের বিভিন্ন সমস্যার সমাধান করে দেয়। প্রয়োজনে সেসকল প্ল্যাটফর্মের মাধ্যমেও আপনি বিভিন্ন সমস্যা বা প্রশ্ন সমাধান করতে পারবেন।

৫. অনলাইন প্লাটফর্ম ব্যবহার করুন

গণিতে ভালো করার জন্য তা শেখার পরিপূরক হিসেবে পাঠ্য পুস্তকের পাশাপাশি বিভিন্ন অনলাইন প্লাটফর্ম ব্যবহার করতে পারেন। বর্তমান যুগে ইন্টারনেটের বদৌলতে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম গড়ে উঠেছে যেখান থেকে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের বাইরেও শিক্ষা অর্জন করতে পারছে আর এর ফলে বর্তমানে শিক্ষাক্ষেত্রের ব্যাপক উন্নতি সাধন হয়েছে।

অনলাইনে গণিত শেখার ফ্রি এবং সবচেয়ে ভাল হবে Khan Academy যেটি বিশ্বের ১ নম্বর বিনামুল্যের Learning Platform। খান একাডেমির এর বাংলা ভার্সন ওয়েবসাইট ভিজিট করতে পারেন এখানে- Khan Academy Bangla

সকল শিক্ষার্থীদের কাছে গণিত বরাবরই একটি কঠিন বিষয় তবে আজকাল বিভিন্ন অনলাইন প্লাটফর্মে খুব সুন্দর করে গণিতের বিভিন্ন ফর্মুলা বোঝানো এবং শেখানো হয়। এর ফলে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের মাধ্যমে গনিতের কোনো সমস্যার সমাধান করতে না পারলেও এ সকল অনলাইন প্লাটফর্মের সহযোগিতা নিয়ে সে সকল সমস্যার সমাধান করতে সম্ভব হচ্ছে।

গণিতে ভালো করার জন্য আপনারা এই সকল শিক্ষামূলক Website, Video, Audio ইত্যাদি ব্যবহার করে গণিতের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করার মাধ্যমে আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারবেন এবং একটি ভালো ফলাফল অর্জন করতে পারবেন।

৬. রুটিন তৈরি করুন

গণিত অনুশীলনের জন্য প্রতিদিনের একটি ধারাবাহিক রুটিন তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো কাজেই পূর্বপরিকল্পনা করলে বা রুটিন তৈরি করে নিলে ধারাবাহিকভাবে কাজটি শেষ করা যায় এবং এর ফলাফলও ভালো হয়।

গণিতে ভালো করার জন্য অবশ্যই আপনাদের প্রতিদিন গণিত অনুশীলন করতে হবে এবং বিভিন্ন ছোট বড় সমস্যার সমাধান করার দক্ষতা অর্জন করতে হবে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মনোযোগ সহকারে গণিত অনুশীলন করতে হবে আর এজন্যই একটি ধারাবাহিক রুটিন তৈরি করে নিতে হবে।

একটি রুটিন তৈরি করার পর সেই রুটিন অনুযায়ী নিয়মিত মনোযোগ সহকারে নির্দিষ্ট সময় পর্যন্ত গণিত অধ্যায়ন করলে তা পরবর্তীতে ভালো ফলাফল করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে।

একটি রুটিন তৈরি করে সেই অনুযায়ী গণিত অনুশীলন করা শুরু করলে আপনার অনুশীলন ও জ্ঞান বৃদ্ধিতে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না এবং এর ফলে আপনি যথেষ্ট দক্ষতা অর্জন করে গণিতে ভালো ফলাফল করতে পারবেন।

৭. গ্রুপ স্টাডি করুন

গণিতে ভালো করার জন্য আরও একটি দুর্দান্ত উপায় হতে পারে Group Study করা। সাধারণত সহপাঠী বা বন্ধুদের সাথে মিলে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে জ্ঞান অর্জন করার বিষয়টিই হলো গ্রুপ স্টাডি।

Group Study করার মাধ্যমে আপনি গণিতের বিভিন্ন বিষয় সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবেন এবং এর ফলে নতুন নতুন ধারণারও উদ্ভব হবে।

গ্রুপ স্টাডি করা বা সহপাঠীদের সাথে আলোচনা করে Practice করা গণিতের সমস্যা গুলো সমাধানের নানা রকম দৃষ্টিভঙ্গি ও পন্থা প্রদান করতে সহায়তা করে। এর ফলে সহপাঠীদের কাছ থেকে নানা রকম ধারণা ও ব্যাখ্যা পাওয়া যায় যা আপনার গণিত বোঝা ও শেখার দক্ষতাকে আরো শক্তিশালী করে তোলে।

তাই গণিতে ভালো করার জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রুপ স্টাডি করতে পারেন।

৮. ভুলগুলো রিভিউ করুন

গণিতে ভালো করার জন্য একটি দুর্দান্ত উপায় হলো নিজের ভুলগুলো খুঁজে বের করা এবং ভুলগুলো সংশোধন করা। গণিত অনুশীলন করার সময় আপনি যখন ভুল করবেন তখন আপনি কোথায় ভুল করেছেন, কেন ভুল হয়েছে বা কোথায় আপনার বুঝতে সমস্যা হচ্ছে এই সকল বিষয়গুলো পর্যালোচনা বা Review করতে হবে।

আপনার করা ভুলগুলো খুঁজে বের করার পর সেগুলো কিভাবে সঠিকভাবে সমাধান করা যাবে তা নিয়ে ভাবতে হবে। গণিত অনুশীলন করার সময় নানারকম ভুল হওয়া খুবই সাধারণ একটি ব্যাপার তবে ভুলগুলো খুঁজে বের করার পর সেগুলোর যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য ভুলগুলোর সঠিক সমাধান বের করতে হবে।

তাই গনিতে ভালো করার জন্য অবশ্যই আপনার ভুলগুলো রিভিউ করতে হবে এবং পরবর্তীতে যাতে আবার ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৯. সবসময় ইতিবাচক থাকুন

গণিতে ভালো করার জন্য সবসময় ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। গণিতে ভালো করার জন্য আপনাকে অবশ্যই সমস্যাগুলো সমাধানের দক্ষতা বৃদ্ধি করতে হবে আর দক্ষতা বৃদ্ধির জন্য অবশ্যই সব সময় আপনাকে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে।

গণিতে দক্ষতা বৃদ্ধির মানসিকতা ও বিভিন্ন জটিল সমস্যা সমাধানের জন্য ইতিবাচক মনোভাব রাখা খুবই গুরুত্বপূর্ণ আর এই সবসময় ইতিবাচক থাকা আপনার সাফল্যকে উল্লেখ্যযোগ্য ভাবে প্রভাবিত করতে সহায়তা করবে।

তাই গণিতে একটি ভালো ফলাফল করার জন্য নেতিবাচক কথাবার্তা মাথায় না এনে সবসময় ইতিবাচক মনোভাব বজায় রাখার চেষ্টা করতে হবে।

১০. পরীক্ষার প্রস্তুতি নিন

গণিতে ভালো করার জন্য পরীক্ষার আগে সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরীক্ষার আগে বেশি বেশি গণিত অনুশীলন করতে হবে এবং মানসিকভাবেও প্রস্তুতি নিতে হবে।

পরীক্ষার ফর্মুলা অনুকরণ করে ঘরে বসেই ধারাবাহিক ভাবে গণিতের সমস্যা গুলো সমাধান করতে হবে এবং এর ফলে পরীক্ষার সময় আপনার গতি বৃদ্ধি ও নির্ভুলতার দক্ষতা অধিক উন্নত হবে।

পরীক্ষার আগে সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করা আপনার পরীক্ষার ফলাফলকে উল্লেখ্যযোগ্য ভাবে প্রভাবিত করতে সহায়তা করে থাকে। তাই গণিতে ভালো ফলাফল করার জন্য পরীক্ষার আগে সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করা অপরিহার্য। 

শেষ কথা

মনে রাখতে হবে যে গণিতে সাফল্য আসা ধারাবাহিক প্রচেষ্টা, অনুশীলন ও চ্যালেঞ্জ গ্রহণের দক্ষতার উপর নির্ভর করে আর তাই গণিতে ভালো করার জন্য উপরোক্ত উপায় গুলো সঠিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়। 

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *