এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুন নিরীক্ষণ আবেদন ২০২৪

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণ করতে কি কি লাগবে এবং কিভাবে রেজাল্ট পুন নিরীক্ষণের আবেদন করবেন বিস্তারিত সকল তথ্য ও নিয়ম।

Advertisement

এসএসসি রেজাল্টের খাতা পুন নিরীক্ষণ বা রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করতে চান কিন্তু কিভাবে করবেন তা জানেন না। এখানে আমি এ নিয়ে সকল প্রয়োজনীয় তথ্য, এবং কিভাবে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করবেন তা দেখালাম।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ নোটিশ

প্রথমেই জেনে নিই, রেজাল্ট পুন নিরীক্ষণের জন্য আপনার কি কি লাগবে।

বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণ আবেদন করতে কি কি লাগে?

  • টেলিটক প্রিপেইড সিম;
  • আবেদনকারীর রোল নম্বর;
  • বোর্ডের নাম;
  • একটি যোগাযোগের মোবাইল নম্বর;
  • যে সাবজেক্টগুলোর খাতা পুননিরীক্ষণ আবেদন করা হবে হবে সেটির বিষয় কোড।

এসএসসি খাতা পুন নিরীক্ষণ করার আবেদন করার নিয়ম

SSC খাতা পুনঃনিরীক্ষণ আবেদন করার জন্য TeleTalk মোবাইল থেকে নিচের নিয়মে SMS পাঠাতে হবে 16222 নম্বরে।

Advertisement
  • প্রথমে TeleTalk মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে SMS লিখুন এই ফরম্যাটে RSC <space> First 3 Letter of Board Name <space> Roll Number <space> Subject code;
  • Send করুন 16222 নম্বরে;
  • ফিরতি SMS এ পাঠানো PIN নম্বরটি সংগ্রহ করুন;
  • আবেদন নিশ্চিত করতে আবার SMS লিখুন RSC <Space> Yes<Space> PIN<Space> Your Any Contact Number এবং সেন্ড করুন ১৬২২২ নম্বরে।

প্রথম SMS সেন্ড করার পর ফিরতি মেসেজে আপনার নাম সহ আরো কিছু তথ্য দেখাবে। ফিরতি এসএমএস-এ আবেদন ফি বাবদ টেলিটক সিমটি থেকে ১৫০ টাকা কেটে নেওয়ার কথা বলা হবে এবং একটি PIN নম্বর দেওয়া হবে।

এখান থেকে পিন নম্বরটি সংগ্রহ করে আবেদন নিশ্চিত করার জন্য ২য় মেসেজ পাঠাতে হবে।

এখানে উল্লেখ্য যে, Contact Number হিসেবে আপনি নিয়মিত ব্যবহার করেন যে কোনো মোবাইল নাম্বার দিতে পারবেন।

Advertisement

The First 3 Letter of All Education Boards

BoardsFirst 3 Letters
Dhaka BoardDHA
Chattogram BoardCHA
Cumilla BoardCUM
Dinajpur BoardDIN
Jessore BoardJES
Rajshahi BoardRAJ
Sylhet BoardSYL
Mymensingh BoardMYM
Barisal BoardBAR
Bangladesh Technical Education BoardBTE

একাধিক বিষয়ে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়?

একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা অনেক সহজ। আমরা জানি যে বোর্ড চ্যালেঞ্জ করতে প্রথম  যে এসএমএস টি পাঠাতে হয় সেখানে যে বিষয়ে চ্যালেঞ্জ করা হচ্ছে সে বিষয়ের বিষয় কোড দিতে হয়। 

এখন আপনি যদি একাধিক বিষয়ে চ্যালেঞ্জ করতে চান তাহলে বিষয় কোড লিখে একটা কমা দিবেন এরপর আরেকটি বিষয় কোড দিবেন। এভাবে কমা দিয়ে বিষয় কোড গুলো উল্লেখ করলে একাধিক বিষয়ে চ্যালেঞ্জ হয়ে যাবে। তবে সে ক্ষেত্রে প্রতিটি সাবজেক্ট ১৫০ টাকা করে লাগবে ।

RSC <space> RAJ <space> Roll Number <space> 101,102,107,108

Advertisement

সুতরাং একবার আবেদন করার মাধ্যমে আপনি অনেকগুলো সাবজেক্ট এর জন্য একসাথে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন।

কত তারিখ পর্যন্ত SSC বোর্ড চ্যালেঞ্জ করা যাবে?

এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ বা রেজাল্ট পুনঃনিরীক্ষণ করার জন্য ১৩/০৫/২০২৪ ইং তারিখ থেকে ১৯/০৫/২০২৪ ইং তারিখের মধ্যে আবেদন করা যাবে। এজন্য সর্বমোট ৭ দিন সময় দেওয়া হয়েছে। মনে রাখা প্রয়োজন যে ১৯ তারিখ রাত ১২টা পূর্বে আবেদন শেষ করতে হবে।

  • এসএসসি খাতা পুনঃনিরীক্ষন আবেদন শুরু: ১৩/০৫/২০২৪ ইং
  • এসএসসি খাতা পুনঃনিরীক্ষন আবেদনের শেষ সময়: ১৯/০৫/২০২৪ ইং রাত ১২ টা পর্যন্ত

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে?

সাধারণত এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার প্রায় এক মাস পর এর রেজাল্ট দিয়ে থাকে। বোর্ড চ্যালেঞ্জার রেজাল্ট আপনি ফোনে এসএমএস এর মাধ্যমে পাবেন।

কিভাবে এসএসসি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল পাব?

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২ ভাবে পেতে পারেন, এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে।

এসএমএসের মাধ্যমে: বোর্ড চ্যালেঞ্জ করার পর যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনি ফোনে এসএমএস পাবেন ।আর যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে কোনো এসএমএস পাবেন না।

ওয়েবসাইটের মাধ্যমে: আপনি যে শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছিলেন সে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্টের pdf ডাউনলোড করে নিন এবং সেখান থেকে আপনার রোল নম্বর মিলিয়ে নিন যে আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা।

রেজাল্ট পুনঃনিরীক্ষণ বিষয়ক সতর্কতা

  • শুধুমাত্র প্রিপেইড টেলিটক সিম ব্যবহার করে বোর্ড চ্যালেঞ্জের জন্য এসএমএস পাঠাবেন।
  • আপনার নিজস্ব টেলিটক সিম না থাকলে কোনো আত্মীয় অথবা কোনো দোকানে গিয়ে আপনি আবেদনটি করতে পারেন।
  • তবে আবেদন করার সময় অনেক দ্বিতীয় ধাপে যে কন্টাক্ট নাম্বারটি দিতে হয় সেটি অবশ্যই আপনার নিজস্ব নাম্বার দিবেন। সেটা যে কোনো সিম হতে পারে।
  • মোবাইল নাম্বারটি অবশ্যই সঠিক হতে হবে। কেননা এই নাম্বারটিতে বোর্ড চ্যালেঞ্জার রেজাল্ট আসবে।

FAQs

আমরা জানি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার সময় দুইটি এসএমএস পাঠাতে হয়। আবেদন করার সময় দ্বিতীয় এসএমএস টিতে আপনি contact নাম্বার হিসেবে যে নাম্বারটি দিয়েছিলেন সেটিতে বোর্ড চ্যালেঞ্জার রেজাল্ট আসবে।

না, চ্যালেঞ্জ করলে খাতা পুনরায় কাটা হয়না। কেবল  সকল প্রশ্নে নম্বর দেওয়া হয়েছে কিনা এবং নম্বর যোগ করতে ভুল হয়েছে কিনা সে বিষয়টি দেখা হয়। 

না বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কমে না। চ্যালেঞ্জ করলে নম্বর কমে এটা একটা প্রচলিত ভুল ধারণা। আপনার যতটুকু যোগ্যতা আপনি সেই অনুযায়ী নম্বর পাবেন।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *