জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষে রিলিজ স্লিপে ভর্তির আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৭  অক্টোবর ২০১৯ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০৩ নভেম্বর ২০১৯ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক…

Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৭  অক্টোবর ২০১৯ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০৩ নভেম্বর ২০১৯ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

যারা রিলিজ স্লিপে ভর্তির আবেদন করতে পারবেন

Advertisement

  • যারা মেধা তালিকায় স্থান পাননি
  • যারা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, বা  ভর্তি বাতিল করেছেন

Advertisement

কিভাবে আবেদন করবেন

ধাপ ১ঃ আপনার ভর্তির আবেদনের সময় প্রাথমিক আবেদন পত্রের স্টুডেন্ট কপিতে (নিচের অংশে) থাকা, ভর্তির রোল নং ও পিন নং দিয়ে, ভর্তির ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করুন

ধাপ ২ (পছন্দক্রম বাছাই) লগইন করার পর রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ Select করলে ঐ কলেজের কোর্সভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার Eligible কোর্সের তালিকা দেখতে পাবেন৷ Eligible কোর্সের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিবেন৷ এভাবে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি কলেজে পর্যায়ক্রমে কোর্স পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে পারবেন৷

ধাপ ৩ (আবেদন পত্র চুড়ান্তকরণ) এবার নেক্সট বাটনে ক্লিক করলে আবেদনকারীর নাম, রোল বাছাই করা কলেজ ও বিষয়ের তালিকা দেখতে পাবেন। সব কিছু চেক করে ঠিক থাকলে আবেদনটি সাবমিট করুন। এবং A4 কাগজে প্রিন্ট করে নিন। তবে প্রিন্ট কপি কলেজে জমা দিতে হবেনা।

Advertisement

রিলিজ স্লিপের আবেদন ফরম বাতিলকরণঃ রিলিজ স্লিপের আবেদন ফরম চূড়ান্তকরণের পরও যদি কোন শিক্ষার্থী তার আবেদন ফরমে কলেজ/কোর্সের পছন্দক্রম সংশোধন বা পরিবর্তন করতে চাইলে তাকে লগইন লিংকে লগইন করে Form Cancel option এ গিয়ে Click to Generate the Security key অপশনটি ক্লিক করতে হবে৷ এ সময়ে শিক্ষার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে এবং একই সংগে ই-মেইলে One Time Password (OTP) পাবে৷ এই OTP এন্ট্রি দিয়ে শিক্ষার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ করতে পারবে৷

রিলিজ স্লিপের আবেদনের ফলাফল প্রকাশিত হলে, চুড়ান্ত আবেদনপত্র পুরণ করে সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে পারবেন।

Advertisement

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *