জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স (নিয়মিত) ভর্তি ২০১৮ আবেদন শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে ১৮ নভেম্বর থেকে। অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ২৭ তারিখ রাত ১২টা পর্যন্ত। আপনারা জেনে থাকবেন যে, অনার্স থেকে পাশ করা ছাত্রছাত্রী…
আপনারা জেনে থাকবেন যে, অনার্স থেকে পাশ করা ছাত্রছাত্রী সরাসরি নিয়মিত কোর্সে ভর্তি হতে পারে। তবে যারা ডিগ্রী থেকে পাস করেন তাদেরকে মাস্টার্স (প্রিলি) পাশ করার পর মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তির আবেদন করতে হয়।
আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কোন আবেদনকারী যে কলেজ থেকে অনার্স পাশ করেছে, সেই কলেজে মাস্টার্স ভর্তির আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম মেধা তালিকায় তাদেরকে স্থান দেয়া হবে। তাদেরকে স্থান দেয়ার পর যদি আসন শুন্য থাকে, অন্যান্য আবেদনকারীকে স্থান দেয়া হবে।
যারা ভর্তির আবেদন করতে পারবেনঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী অনার্স পাস বা ৩ বছর মেয়াদী ডিগ্রি পাস সহ মাস্টার্স (প্রিলি) পাস ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ভর্তির আবেদন কিভাবে করবেনঃ
অনলাইনে ভর্তির আবেদন পুরণ করে, আবেদনের কপির যথাস্থানে আবেদনকারীর স্বাক্ষর দিয়ে, সংশ্লিষ্ট কলেজে ৩০০/- ফি সহ জমা দিতে হবে। আবেদনের সাথে অনার্স পাশের সত্যায়িত মার্কশীট ও রেজিষ্ট্রেশন কার্ড জমা দিতে হবে।
অনলাইনে আবেদন পূরণ করতে লাগবেঃ
১। অনার্স বা মাস্টার্স প্রিলির রোল ও রেজিস্ট্রেশন নাম্বার
২। সম্প্রতি তোলা রঙ্গিন ছবি
৩। আবেদনের ওয়েবসাইট www.nu.ac.bd/admissions