সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় কেন
আজ আমরা জানব সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় কেন। আপনারা যারা হিসাববিজ্ঞান একদম শুরু থেকে শিখতে চান, বা ৯ম ১০ম শ্রেণির ছাত্র হতে পারেন, আপনাদের প্রথমেই ঘটনা ও লেনদেনের সম্পর্কে ধারণা এবং…
আজ আমরা জানব সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় কেন। আপনারা যারা হিসাববিজ্ঞান একদম শুরু থেকে শিখতে চান, বা ৯ম ১০ম শ্রেণির ছাত্র হতে পারেন, আপনাদের প্রথমেই ঘটনা ও লেনদেনের সম্পর্কে ধারণা এবং ব্যবসায়িক লেনদেন কি তা জানতে হবে।
প্রথমেই জানি ঘটনা কী
ঘটনা কাকে বলে
যে কোন কিছু সংগঠিত হলেই আমরা তাকে একটি ঘটনা বলি, যেমন- বাজারে যাওয়া, পরীক্ষায় পাশ করা, অসুস্থ হওয়া, পন্য ক্রয় করা, ক্রয়ের অর্ডার দেয়া, পন্য বিক্রয় করা ইত্যাদি।
এসব ঘটনার প্রকৃতি ও উদ্দেশ্য রয়েছে। প্রকৃতি হচ্ছে ঘটনার ধরণ যেমন, আথিক ঘটনা, অনার্থিক ঘটনা।
আর্থিক ঘটনা
যে সব ঘটনার সাথে অর্থের সম্পর্ক রয়েছে এবং ঘটনাটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে আর্থিক ঘটনা বলা হয়।
যেমনঃ বাজার করা, অনলাইনে পন্য ক্রয় করা, ডাক্তারের ফি দেয়া, পণ্য বিক্রয়, ভাড়া দেয়া ইত্যাদি।
অনার্থিক ঘটনা
যে সব ঘটনার সাথে অর্থের কোন সম্পর্ক নেই এবং ঘটনাটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোন পরিবর্তন ঘটায় না তাকে অনার্থিক ঘটনা বলা হয়।
যেমনঃ স্কুলে যাওয়া,পরীক্ষায় পাশ করা, পন্য ক্রয়ের অর্ডার দেয়া, রান্না করা ইত্যাদি ।
লেনদেন কি
লেন এবং দেন এই দুটি শব্দ থেকে লেনদেন শব্দটি গঠিত হয়েছে। লেন অর্থ নেওয়া বা আদান এবং দেন অর্থ দেওয়া বা প্রদান । অর্থাৎ লেনদেনের আভিধানিক অর্থ হলো আদান-প্রদান ।
কিন্তু যে কোন কিছুর লেনদেনই ব্যবসায়িক লেনদেন বলে বিবেচিত হবেনা। ব্যবসায়িক লেনদেন হতে হলে সেটি অবশ্যই অর্থের অংকে পরিমাপযোগ্য হতে হবে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে।
অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক কার্যকলাপকে লেনদেন বলে ।
আরো পড়ুন- লেনদেন কাকে বলে
যেমনঃ কর্মচারীদের ১৫,০০০ টাকা বেতন প্রদান করা হল, বিক্রয় করা হল ৩,০০০ টাকা ইত্যাদি ।
ব্যবসায়িক লেনদেন হতে হলে, অবশ্যই লেনদেনের নিম্মোক্ত বৈশিষ্ট্য থাকতে হবে।
লেনদেনের মৌলিক বৈশিষ্ট্য :
- লেনদেন অবশ্যই আর্থিক মূল্যে পরিমাপযোগ্য।
- দ্বৈতসত্ত্বার অধিকারী হবে (ডেবিট ও ক্রেডিট)।
- লেনদেনের ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থায় (A=L+OE) অবশ্যই পরিবর্তন হবে।
- স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র।
- পণ্য দ্রব্য বা সেবার বিনিময় থাকতে হবে।
সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়
হিসাববিজ্ঞানে একটি উক্তি রয়েছে,
All transactions are events, but all events are not transactions
যেহেতু কোন কিছু ঘটলেই তা একটি ঘটনা। তাই বলা যায়, কোন লেন দেন বা আদান প্রদান ঘটলেই তা একটি ঘটনা। প্রতিটি লেনদেন নিজেই একটি ঘটনা।
কিন্তু সব ঘটনাই লেনদেন নয়। কারণ লেন হওয়ার মূল শর্ত হচ্ছে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা, আর্থিক অবস্থার পরিবর্তন ও মুনাফা অর্জনের উদ্দেশ্য।
ব্যবসায় জগতে অনেক ঘটনা ঘটতে পারে যার সব ঘটনা অর্থের অংকে পরিমাপযোগ্য নাও হতে পারে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্য নাও থাকতে পারে। তাই সব ঘটনাই লেনদেন নয়
যেমনঃ হাসানের থেকে নগদে পন্য ক্রয় করা হল ২০০০ টাকা। কর্মচারীকে বেতন দেয়া হল ১০,০০০ টাকা। বিক্রয় করা হল ৫,০০০ টাকা ইত্যাদি ।
আবার অদৃশ্য কোন আর্থিক ঘটনা ও লেনদেন হতে পারে। যেমন: সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় এটিও একটি লেনদেন।
তাই বলা যায়, সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় ।