কেস (Case) কাকে বলে, কত প্রকার ও কী কী
Case (কারক) আমাদের খুবই পরিচিত অথচ আমরা অনেকেই হয়তো এটা চিনিনা। আজ আমরা Case কি, কত প্রকার ও এর ব্যবহার সম্পর্কে শিখব। আমি নিশ্চিত খুব সহজেই শিখতে পারবে। Case (কারক) কাকে বলে Sentence এ কোন…
Case (কারক) আমাদের খুবই পরিচিত অথচ আমরা অনেকেই হয়তো এটা চিনিনা। আজ আমরা Case কি, কত প্রকার ও এর ব্যবহার সম্পর্কে শিখব। আমি নিশ্চিত খুব সহজেই শিখতে পারবে।
Case (কারক) কাকে বলে
Sentence এ কোন noun বা pronoun এর সাথে অন্যান্য word বা শব্দের যে সম্পর্ক থাকে তাকে Case (কারক) বলে।
নিচের টেবলে আমরা কিছু শব্দ দেখব যা আমরা বাংলায় সারা দিন ই ব্যবহার করি। যেমন, আমি, তুমি, সে, তারা, আমরা ইত্যাদি। তুমি কি জান এই অতি পরিচিত শব্দগুলোই অনেক কিছুই তোমার অজানা? এ শব্দগুলো ৪টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে। ভিন্নতাগুলো বুঝার চেষ্টা করি।
Cases of Pronouns in Chart
Person | Subjective | Possessive | Objective | Possessive Objective |
---|---|---|---|---|
1st Person (Sing) | I (আমি) | My (আমার) | Me (আমাকে) | Mine (আমার) |
1st Person (Plu) | We (আমরা) | Our (আমাদের) | Us (আমাদেরকে) | Ours (আমাদের) |
2nd Person (Sing) | You (তুমি) | Your (তোমার) | You (তোমাকে) | Yours (তোমার) |
2nd Person (Plu) | You (তোমরা) | Your (তোমাদের) | You (তোমাদেরকে) | Yours (তোমাদের) |
3rd Person (Sing) | He (সে) | His (তার) | Him (তাকে) | |
She (সে) | Her (তার) | Her (তাকে) | Hers (তার) | |
Kiron (কিরণ) | Kiron’s (কিরণের) | Kiron (কিরণকে) | ||
3rd Person (Plu) | They (তারা) | Their (তাদের) | Them (তাদেরকে) | Theirs (তাদের) |
উপরের টেবলে, আমরা দেখছি ১টি Pronoun ৪টি Case এ ভিন্ন ভিন্নভাবে ব্যবহার হচ্ছে।
Case কত প্রকার
- Subjective/Nominative Case
- Possesive Case
- Objective Case
- Possessive Objective Case
- Vocative Case
Case এর ব্যবহার
এবার আমরা এই Case গুলোর ব্যবহার নিয়ে জানব।
Nominative case কাকে বলে
যখন কোন noun বা pronoun কর্তা হিসেবে কোন কাজ সম্পাদন করে, তখন N/P এর Nominative case ব্যবহার হয়।
Nominative কে চিনতে হলে ক্রিয়া/কাজকে কে (who) অথবা কি (what) দ্বারা প্রশ্ন করতে হবে।
For example: Orin goes to school. [কে (who) স্কুলে যায়?]
এখানে Orin যাওয়ার (go) কাজটি করছে।
এছাড়াও pronoun, adjective, infinitive, gerund, verbal noun, phrase, clause, etc. Nominative case রূপে ব্যবহৃত হয়।
Nominative রূপে noun – Orin goes to school.
Nominative রূপে pronoun – He visited Khulna.
Nominative রূপে adjective – The poor live in hand to mouth.
Nominative রূপে infinitive – To err is human.
Nominative রূপে gerund – Walking is good exercise.
Nominative রূপে verbal noun – The reading of the newspaper is a good habit.
Nominative রূপে phrase – A man of letters came here.
Nominative রূপে clause – What he says is known to all.