স্কেলার রাশি কাকে বলে ও স্কেলার রাশির উদাহরণ
আলোচনা করা হলো রাশি কি, রাশি কত প্রকার, স্কেলার রাশি কাকে বলে ও এর উদাহরণ। রাশি বলতে কি বুঝায় প্রথমে আসি, রাশি বলতে আমরা কি বুঝি? রাশি বললে হয়তো অনেকে নাও বুঝতে পারি। আমরা যদি…
আলোচনা করা হলো রাশি কি, রাশি কত প্রকার, স্কেলার রাশি কাকে বলে ও এর উদাহরণ।
রাশি বলতে কি বুঝায়
প্রথমে আসি, রাশি বলতে আমরা কি বুঝি? রাশি বললে হয়তো অনেকে নাও বুঝতে পারি। আমরা যদি এটির ইংরেজি শব্দটি দেখি সেটি হচ্ছে Quantity, যেটির বাংলা অর্থ হলো পরিমাপ। এখন হয়তো বুঝতে সহজ হচ্ছে। অর্থাৎ এক কথায় বললে ”বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি”।
রাশি কত প্রকার
রাশিকে আমরা দিকের বিবেচনায় দুই ভাগে ভাগ করতে পারি। এই দুই প্রকার রাশির নাম হলো:
১. স্কেলার রাশি।
২. ভেক্টর রাশি
স্কেলার রাশির সংজ্ঞা
”যে সকল ভৌত রাশির জন্য দিক নির্দেশের প্রয়োজন হয় না, শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, তাদের স্কেলার রাশি বলে”।
যেসব রাশি প্রকাশে দিকের প্রয়োজন নেই, তাকে স্কেলার রাশি বলে। এখানে মনে রাখতে হবে যে শুধু মান দিয়ে কোন রাশি প্রকাশ করা যায়। যেমন পাঁচ কিলো দূরত্ব বললে আর কিছুই লাগে না। তাই এটি স্কেলার।
কয়েক প্রকার স্কেলার রাশির উদাহরণ
কয়েক প্রকার স্কেলার রাশির নাম হলো তাপমাত্রা, ভর, দূরত্ব ইত্যাদি। এদের স্কেলার রাশি বলার কারণ আমরা একটু লক্ষ করলে বুঝতে পারবো। যেমন ধর তাপমাত্রা মাপতে আমরা দিক খুজি না। শুধু মাত্র মান দিয়েই তা নির্ণয় করা যায়। তেমনি ভাবে ভর এবং দুটি বস্তুর মধ্যে দূরত্ব নির্ণয় করার জন্যও দিকের কোনো প্রয়োজন হয় না।
নিচে ছক আকারে স্কেলার রাশির কিছু উদাহরণ দেয়া হলো।
যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদের স্কেলার রাশি বলে। যেমন : দৈর্ঘ্য, দ্রুতি, ভর।