প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ভর্তি সহায়তা অনলাইন আবেদন ২০২৩- ৬ষ্ঠ থেকে ১০ম
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে নতুন শিক্ষা সহায়তার নোটিশ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তির আবেদন করতে হবে অনলাইনে ১৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারীর মধ্যে। আবেদন…
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে নতুন শিক্ষা সহায়তার নোটিশ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তির আবেদন করতে হবে অনলাইনে ১৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারীর মধ্যে। আবেদন করতে হবে eservice.pmeat.gov.bd ওয়েবসাইটে।
এই ব্লগে, কিভাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে ও কি কি লাগবে তার বিস্তারিত প্রক্রিয়া দেখাব। আশা করি তোমাদের কাজে লাগবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ভর্তি সহায়তা নোটিশ ২০২৩
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার আবেদন গ্রহণ অনলাইনে শুরু হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণিতে ভর্তিকৃত বা অধ্যয়নকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এই ভর্তি সহায়তার জন্য আবেদন করতে পারবে।
আবেদনকারী | ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি |
আবেদনের সময়সীমাঃ | ১৭ জানুয়ারী ২০২৩ থেকে ১৬ ফেব্রুয়ারী ২০২৩ |
অনলাইনে আবেদনের লিংক | প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (pmeat.gov.bd) |
ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা | আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয় (সহায়তার জন্য নির্বাচিত হলে SMS দিয়ে জানানো হবে) |
নোটিশ | উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৩ |
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- ছবি
- স্বাক্ষর
- জন্ম নিবন্ধন সনদ
- অভিভাবকের জাতীয় পরিচয়পত্র
- শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে)
- পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য)
ভর্তি সহায়তার জন্য অনলাইন আবেদন
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভর্তি সহায়তার অনলাইন আবেদন করার আগে আপনাকে সিস্টেমে Registration করতে হবে। তারপর লগইন করে মূল আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন করার পূর্বে অবশ্যই আপনার উচিত ব্যবহার নির্দেশিকাটি ভালভাবে পড়ে ও বুঝে নেওয়া। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১- রেজিস্ট্রেশন করুন
রেজিস্ট্রেশন করার জন্য, উপরের ডান পাশে রেজিস্ট্রেশন লিংকে যান নিচের মত একটি পেইজ পাবেন।
এখানে শিক্ষার্থীর নাম ও অভিভাবকের নাম বাংলায় লিখুন। শিক্ষার্থীর জন্য নিবন্ধন নম্বর, জন্ম তারিখ দিন। এরপর ঠিকানা, মোবাইল নম্বর ও একটি পাসওয়ার্ড দিয়ে নিচের নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন।
আপনার দেয়া মোবাইল নম্বরে একটি OTP কোড পাঠানো হবে মোবাইল ভেরিফিকেশনের জন্য। কোডটি পেতে ২-৩ মিনিট লাগতে পারে।
OTP কোডটি দিয়ে আমি রোবট নই লেখার পাশে চেক বক্সে ক্লিক করে জমা দিন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
ধাপ ২ঃ আবেদন করুন
ভর্তি সহায়তার জন্য আবেদন করতে এবার উপরের লগইন মেন্যুতে যান। এখানে আপনার ইমেইল বা জন্ম নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
লগইন করার পর উপরের মেন্যু থেকে আবেদন করুন লিংকে যান। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি ফরম টি ওপেন হবে।
প্রথমে শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন ও অভিভাবকের জাতীয় পরিচয় পত্র আপলোড করতে হবে।
তারপর বিজ্ঞপ্তি নম্বর ও শিক্ষার্থীর সাধারণ তথ্য, অভিভাবকের তথ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য এবং ব্যাংক বা মোবাইল ব্যাংকিং একাউন্টের তথ্য দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করুন।
সবশেষে সকল তথ্য যাচাই করে আবেদনটি জমা দিন।