ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য
জানুন ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্যসমূহ।
বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের অনেক গুরুত্ব রয়েছে। তাছাড়া সঠিক পরিকল্পনা অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা করলে এর অনেক সম্ভাবনা রয়েছে। উৎপাদক যেন নিজেই পন্য বাজারজাত (Marketing) করতে পারে ও বিদেশে রপ্তানি করতে পারে সেই বিষয়ে পরামর্শ, দিক-নির্দেশনা ও সহায়তা করলে এ শিল্প অনেক বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।
আজকে জানাবো, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের মৌলিক কিছু পার্থক্য। যা আমাদের অনেকেরই জানা নেই।
ক্ষুদ্র শিল্প কি
ক্ষুদ্র শিল্প হচ্ছে স্বল্প পুঁজি ও স্বল্পসংখ্যক কর্মচারী নিয়ে এক মালিকানা, অংশীদারি অথবা সমবায়ের ভিত্তিতে গড়ে ওঠা শিল্প। এসব শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ছাড়া অন্যান্য স্থায়ী সম্পদের প্রতিস্থাপন ব্যয়সহ মূল্য অনধিক ১.৫০ কোটি টাকা হয়।
ক্ষুদ্র শিল্প সম্পর্কে বিস্তারিত জানতে আরো পড়ুন- ক্ষুদ্র শিল্প কাকে বলে।
কুটির শিল্প কি
যে শিল্পে কোনো ছোটখাটো ঘর অথবা ছোটখাটো দোকানের মধ্যে উৎপাদন হয়ে থাকে তাকেই কুটির শিল্প বলা হয়ে থাকে। পারিবারিক সদস্যদের শ্রম দ্বারা এবং পারিবারিক পরিবেশে কোনরকমের Electricity ও Heavy Machinery ছাড়া হাতের সাহায্যে এসব দ্রব্য দ্রব্যসামগ্রী উৎপাদন করা হয়।
ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য
বিষয় | ক্ষুদ্র শিল্প | কুটির শিল্প |
---|---|---|
সংজ্ঞা | সেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন বাদে অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য বা প্রতিস্থাপন ব্যয় ১.৫০ কোটি টাকার বেশি নয় সেসব প্রতিষ্ঠানকে ক্ষুদ্রশিল্প বলে। | পরিবারের সদস্যদের দ্বারা পূর্ণ অথবা খণ্ডকালীন সময়ে উৎপাদন বা সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত তাকে কুটির শিল্প বলে। |
বৈশিষ্ঠ্য | পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক পরিবেশে গড়ে ওঠা শিল্পই কুটির শিল্প। | স্বল্প পুঁজি ও স্বল্পসংখ্যক কর্মচারী নিয়ে এক মালিকানা, অংশীদারি অথবা সমবায়ের ভিত্তিতে গড়ে ওঠা শিল্প হচ্ছে ক্ষুদ্র শিল্প। |
বিনিয়োগ | কুটির শিল্পে বিনিয়োগের পরিমাণ পাঁচ লাখ টাকার বেশি নয়। | অপরদিকে ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের পরিমাণ ১০ কোটি টাকার বেশি নয়। |
পরিবেশ | কুটির শিল্প একটি পরিবারভিত্তিক শিল্প এবং উদ্যোক্তা নিজেই এর কারিগর। | অপরদিকে ক্ষুদ্র শিল্প পরিবারভিত্তিক নয় |
উৎপাদন | কুটির শিল্পকে খণ্ডকালীন উৎপাদন ইউনিট বলা হয় | অন্যদিকে ক্ষুদ্র শিল্প বৃহৎ উৎপাদন ইউনিটের পর্যায়ে পড়ে। |