লেনদেন কাকে বলে ও লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ঠ্য

ব্যবসায় জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়। কিন্তু সমস্ত ঘটনা লেনদেন হয় না। জানুন লেনদেন কাকে বলে ও লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ঠ্য সম্পর্কে।

Advertisement

মানুষ প্রাচীনকাল থেকেই দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। আদিকালে প্রত্যেকে তাঁর প্রাত্যাহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত।

যে ঘটনাগুলো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে কেবল ঐ ঘটনাগুলো থেকেই লেনদেনের জন্ম হয় । সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনাই লেনদেন হবে না।

তাই বলা যায়, সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়

Advertisement

ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সর্ম্পকিত ঘটনাগুলোই ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়।

লেনদেনের ধারণা

ব্যবসায় জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়। কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয় না কারণ সকল ঘটনা লেনদেন নয়। শুধুমাত্র অর্থের অংকে পরিমাপযোগ্য ঘটনা যেটি ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই ঘটনাকেই লেনদেন হিসেবে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয়।

সেবা আদান প্রদানের মাধ্যমেও লেনদেনের উদ্ভব হতে পারে। যেমন মিঃ আরমানকে অফিসের দায়িত্ব পালনের বিনিময়ে ১৫,০০০ টাকা বেতন দেয়া  অথবা ঘর ভাড়া বাবদ ২,০০০ টাকা পাওয়া গেল, এগুলোও লেনদেন।

Advertisement

আবার অদৃশ্য ভাবে কোন আর্থিক ঘটনা ঘটে থাকলে তাহাও লেনদেন হতে পারে। যেমন: সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় এটি ও একটি লেনদেন।

লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য

আমরা ইতোমধ্যে জেনেছি প্রত্যেকটি লেনদেনই ঘটনা কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। লেনদেনের ধারণাটিকে বিশ্লেষণ করলে আমরা নিচের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি।

১. আর্থিক অবস্থার পরিবর্তন বা হিসাব সমীকরণে পরিবর্তন

লেনদেনের ফলে কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন বা ব্যবসায়ের সম্পদ দায় ও মালিকানার পরিবর্তন হবে।

Advertisement

হিসাব সমীকরণ

হিসাবসমীকরণ হলো কোন একটি নির্দিষ্ট সময়ে কোন প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমান ওই প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ব ও দায়ের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকেই হিসাব সমীকরণ বলা হয়।

হিসাব সমীকরণ : সম্পদ = দায় + মালিকানা সত্ত্ব

হিসাবশাস্ত্রবিদগণ হিসাব সমীকরণ (সম্পদ = দায় + মালিকানা সত্ত্ব) এর উপাদানগুলোর পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্তে পরিবর্তন আনয়নকারী ঘটনা লেনদেন হিসাবে গণ্য হয়।

Advertisement

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *