ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা ও কোথায় পড়বেন

আপনি কি মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে চান? মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা এবং কোথায় মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন এসব নিয়ে বিস্তারিত জানুন।

Advertisement

বাংলাদেশে মেরিন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে ন্যূনতম এসএসসি পাস হলেই ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। 

চলুন জেনে নেয়া যাক ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা ও কোথায় পড়বেন এ সম্পর্কে বিস্তারিত ও সঠিক কিছু তথ্য। 

মেরিন ইঞ্জিনিয়ারিং কি

মেরিন ইঞ্জিনিয়ারিং হলো ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিদ্যার একটি শাখা যা জাহাজ,নৌকা,অফশোর স্ট্রাকচার, জাহাজের নকশা নির্মাণ, অপারেশন এবং বিভিন্ন রক্ষনাবেক্ষনের কাজের সাথে সম্পর্কিত।

Advertisement

নৌযান স্থাপনা, যান্ত্রিক, বৈদ্যুতিক প্রকৌশল এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কিত প্রযুক্তিগত কাজগুলো এর অন্তর্ভুক্ত। মেরিন ইঞ্জিনিয়াররা জাহাজের বিভিন্ন সিস্টেম ও সরঞ্জামের দক্ষ ও নিরাপদ অপারেশন এবং নিরাপত্তা নিশ্চিত করে।

বিদ্যুৎ উৎপাদন, নেভিগেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা এবং জাহাজের বিভিন্ন যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ করার দক্ষতা ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ে অর্জন করা যায়।

মেরিন ইঞ্জিনিয়ারিং করে খুব কম সময়ে এইসব কাজ শেখা যায় এবং এই সেক্টরে ভালো চাকরিও পাওয়া যায়।

Advertisement

আরও পড়ুন: কানাডায় স্কলারশিপ পাওয়ার উপায়

মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা

মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য একজন ছাত্রের নিম্মোক্ত যোগ্যতা থাকতে হবে:

  • মাধ্যমিকে অবশ্যই বিজ্ঞান বিভাগ বা ভোকেশনাল থেকে পাস করতে হবে।
  • GPA কমপক্ষে 3.50 থাকতে হবে।
  • উচ্চতা পুরুষের ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে ৫ ফিট ২ ইঞ্চি হতে হবে।
  • BMI অনুযায়ী ওজন এবং চোখের দৃষ্টিশক্তি নুন্যতম ৬/১২ থাকতে হবে।

মূলত মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা নির্ভর করে কোর্সের ধরণের উপর। বাংলাদেশে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ২ ধরণের কোর্স রয়েছে, যেমন:

Advertisement
  • Diploma in Marine Engineering;
  • Bachelor of Maritime Science.

মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে যেসব যোগ্যতা থাকা লাগে তা বিস্তারিত নিচে দেয়া আলোচনা করা হলো:

Diploma in Marine Engineering আবেদনের যোগ্যতা

  • বিজ্ঞান অথবা ভোকেশনাল থেকে SSC বা সমমান পরীক্ষায় নুন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে;
  • গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও ইংরেজি বিষয় থাকতে হবে;
  • ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের ক্ষেত্রে C গ্রেডে O-Level;
  • বয়স: আবেদনের তারিখে বয়স সর্বোচ্চ ১৮ বছর;
  • উচ্চতা: পুরুষ ৫ ফিট ৪ ইঞ্চি এবং মহিলা ৫ ফিট ২ ইঞ্চি
  • BMI অনুযায়ী ওজন
  • দৃষ্টি শক্তি নুন্যতম ৬/১২ এবং চশমাসহ ৬/৬ থাকতে হবে;
  • মেডিকেল ফিটনেস, চোখের কালার ভিশন ফিটনেস ও হিয়ারিং ফিটনেস;
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত

Bachelor of Marine Engineering আবেদনের যোগ্যতা

  • বিজ্ঞান অথবা ভোকেশনাল থেকে SSC ও HSC বা সমমান পরীক্ষায় আলাদাভাবে নুন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে;
  • ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে গণিত, পদার্থ বিজ্ঞান, ও ইংরেজিসহ C গ্রেডে A-Level;
  • উচ্চ মাধ্যমিকে গণিত ও পদার্থ বিজ্ঞান থাকতে হবে
  • বয়স: আবেদনের তারিখে বয়স সর্বোচ্চ ২১ বছর;
  • ইংরেজি দক্ষতা: HSC ইংরেজিতে নুন্যতম 3.00 অথবা IELTS Score 5.5 থাকতে হবে;
  • উচ্চতা: পুরুষ ৫ ফিট ৪ ইঞ্চি এবং মহিলা ৫ ফিট ২ ইঞ্চি
  • BMI অনুযায়ী ওজন
  • দৃষ্টি শক্তি নুন্যতম ৬/১২ এবং চশমাসহ ৬/৬ থাকতে হবে;
  • মেডিকেল ফিটনেস, চোখের কালার ভিশন ফিটনেস ও হিয়ারিং ফিটনেস;
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত

মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা 

মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষা ১০০ নম্বর এবং জিপিএ ২০০ নম্বর। লিখিত পরীক্ষায় প্রতিটি MCQ প্রশ্নের মান ০.৫। অর্থাৎ ১০০ নম্বরের পরীক্ষায় ২০০টি MCQ প্রশ্ন থাকবে। GPA-র ক্ষেত্রে SSC ৭৫ এবং HSC ১২৫ বিবেচনায় মোট ২০০ নম্বর।

লিখিত পরীক্ষার প্রশ্ন (১০০ নম্বর)

  • পদার্থ বিজ্ঞান-২৫ (প্রশ্ন ৫০ টি)
  • উচ্চতর গণিত-২৫ (প্রশ্ন ৫০ টি)
  • ইংরেজি-২৫ (প্রশ্ন ৫০ টি)
  • বাংলা-১০ (প্রশ্ন ২০ টি)
  • সাধারণ জ্ঞান-১৫ (প্রশ্ন ৩০ টি)

মেরিন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার জন্য লিখিত পরীক্ষার পর বেশ কিছু প্রতিষ্ঠানে মৌখিক পরীক্ষা বা Viva দিতে হয়। আপনার সাথে সরাসরি সাক্ষাৎ এর মাধ্যমে কিছু সাধারন জ্ঞান এবং মেরিন ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পর্কিত কিছু বেসিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়।  এই পরীক্ষার মাধ্যমে আপনার উপস্থিত বুদ্ধি এবং কথা বলার দক্ষতা মূল্যায়ন করা হয়।

মেরিন ইঞ্জিনিয়ারিং কোথায় পড়বেন

Diploma in Marine Engineering পড়ার জন্য বাংলাদেশের কিছু সরকারি ও বেসরকারি Institute ও University রয়েছে। বাংলাদেশে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার সবচেয়ে বিখ্যাত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ মেরিন একাডেমি (Bangladesh Marine Academy বা BMA)।

বাংলাদেশে মেরিন একাডেমি হলো মেরিন ইঞ্জিনিয়ারিং এবং নাবিকদের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের একটি প্রাথমিক প্রতিষ্ঠান। 

এছাড়াও বাংলাদেশের আরও বেশকিছু মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-

  • বাংলাদেশ মেরিন একাডেমী
  • ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট 
  • বাংলাদেশ মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা
  • ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা
  • ওশান মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম 
  • এমএএস মেরিন একাডেমি, চট্টগ্রাম 

মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতিষ্ঠানগুলো সম্পর্কে একটু খোঁজ নিলেই আপনি জানতে পারবেন যে কোন প্রতিষ্ঠানগুলো থেকে আপনি মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করতে পারবেন। 

মেরিন ইঞ্জিনিয়ার এর কাজ কি

একজন মেরিন ইঞ্জিনিয়ার হলো একজন পেশাদার নাবিক যিনি সমুদ্রে থেকে জাহাজের নকশ,  নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে থাকে এবং জাহাজ, সাবমেরিন ইত্যাদির বিভিন্ন মেরামতের কাজ করে থাকে। 

জাহাজের সিস্টেমিক নিরাপত্তা এবং দক্ষ অপারেশন নিশ্চিত করে থাকে মেরিন ইঞ্জিনিয়াররা। এছাড়াও একজন মেরিন ইঞ্জিনিয়ারের বিভিন্ন কাজ করতে হয় যেমন –

  • জাহাজের নকশা ও নির্মাণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা এবং জাহাজের কাঠামোগত, যান্ত্রিক, বৈদ্যুতিক সিস্টেম পরিচালনা করা;
  • জাহাজে থাকা বিভিন্ন জিনিসের ইনস্টলেশন, প্রপালশন সিস্টেম, পাওয়ার জেনারেশন, সিস্টেম নেভিগেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি নিশ্চিত করা;
  •  জাহাজের যন্ত্রপাতি এবং চলমান সিস্টেম সমূহ মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা। প্রতিটি সিস্টেম নিয়মিত পরিদর্শন করা এবং বিভিন্ন সিস্টেমিক সমস্যা সমাধান করা;
  • বিভিন্ন ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন,শিল্পের মান নিশ্চিত করা এবং কতৃপক্ষের নির্ধারিত নিয়ম এবং বিধান মেনে চলা;
  • জাহাজের বিভিন্ন অপারেশনে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা, ডেটা বিশ্লেষণ করা এবং কোনো সমস্যা থাকলে তার সমাধান করা

উপরোক্ত কাজগুলো ছাড়া একজন মেরিন ইঞ্জিনিয়ারের জাহাজের আরো অনেক খুঁটিনাটি কাজ করতে হয় এবং  সব বিষয়ে খেয়াল রাখতে হয়। 

মেরিন ইঞ্জিনিয়ারিং এর বেতন কত?

একজন মেরিন ইঞ্জিনিয়ারদের বেতন বিভিন্ন বিষয় যেমন অভিজ্ঞতা, যোগ্যতা, চাকরির অবস্থান, নিয়োগকর্তা এবং শিল্প খাতের উপর নির্ভর করে কম বেশি হতে পারে। এক্ষেত্রে বেতন বিভিন্ন দেশ ও অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে।

আমাদের দেশের দেশীয় প্রতিষ্ঠান থেকে মেরিন ইঞ্জিনিয়ার এর কাজ করলে বেতন ১৫০ থেকে ২০০ ডলার পর্যন্ত হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা।

তবে পদোন্নতির সাথে সাথে বেতনের পরিমাণ বাড়তে থাকে অর্থাৎ পদোন্নতি হলে বেতন সর্বোচ্চ ২ থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। 

আবার কানাডায় মেরিন ইঞ্জিনিয়ারিং এর গড় বার্ষিক বেতন  ৬০ হাজার কানাডিয়ান ডলার থেকে ১১০ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত হয়ে থাকে। 

মেরিন ইঞ্জিনিয়ারিং-এর বেতনের ক্ষেত্রে বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে বেতন অনেক বেশি বা কম হতে পারে আবার বেতন পরিবর্তিতও হতে পারে। 

FAQ’s

সরকারি প্রতিষ্ঠান থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলে প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকার মতো খরচ হতে পারে এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলে প্রতিষ্ঠান ভেদে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হতে পারে।

বাংলাদেশে মেরিন ইঞ্জিনিয়ারিং এর কোর্স ৪ বছর মেয়াদি হয়ে থাকে যা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থেকে করতে হয়।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *