তাহারেই পড়ে মনে কবিতার MCQ (উত্তরসহ)

প্রিয় বন্ধুরা আপনাদের জন্য শেয়ার করলাম তাহারেই পড়ে মনে কবিতার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও তার উত্তরসমূহ। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার কাজে লাগবে।

Advertisement

প্রিয় শিক্ষার্থীরা এখানে তাহারেই পড়ে মনে কবিতার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নসমূহ উত্তরসহ শেয়ার করলাম। প্রায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাহারেই পড়ে মনে কবিতার MCQ আসতে দেখা যায়। আপনারা চাইলে এই প্রশ্নগুলোর পিডিএফ ভার্সন ডাউনলোড করতে পারবেন।

তাহারেই পড়ে মনে কবিতার MCQ

১. বাংলাদেশের শ্রেষ্ট মহিলা কবির নাম কী?

ক. রোকেয়া সাখাওয়াত হোসেন
খ. সুফিয়া কামাল
গ. সেলিনা হোসেন
ঘ. নীলিমা ইব্রাহিম

খ. সুফিয়া কামাল

Advertisement

২. সুফিয়া কামালের যখন জন্ম হয় তখন মুসলমান নারীরা কীভাবে দিন কাটাত?

ক. আলসেমি করে
খ. স্বাধীনভাবেহেসেখেলে
গ. হেসেখেলে
ঘ. গৃহবন্দি অবস্থায়

ঘ. গৃহবন্দি অবস্থায়

৩. ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থটি কার লেখা?

ক. বেগম রোকেয়ার
খ. সুফিয়া কামালের
গ. কামিনী রায়ের
ঘ. স্বর্ণকুমারী দেবীর

Advertisement

খ. সুফিয়া কামালের

৪. ‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থটি কার রচনা?

ক. সুফিয়া কামালের
খ. বেগম রোকেয়ার
গ. জাহানারা ইমামের
ঘ. কামিনী রায়ের

ক. সুফিয়া কামালের

Advertisement

৫. ‘মায়া কাজল’ কোন জাতীয় রচনা?

ক. নাটক
খ. উপন্যাস
গ. কাব্য
ঘ. ছোটগল্প

গ. কাব্য

৬. ‘ইতল বিতল’ সুফিয়া কামালের কী জাতীয় রচনা?

ক. স্মৃতিকথা
খ. ভ্রমণকাহিনি
গ. শিশুতোষ
ঘ. কল্পকাহিনি

গ. শিশুতোষ

৭. কবি সুফিয়া কামাল কবে জন্মগ্রহণ করেন?

ক. ১৯১১ খ্রিষ্টাব্দে
খ. ১৯১২ খ্রিষ্টাব্দে
গ. ১৯১৩ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯১৪ খ্রিষ্টাব্দে

ক. ১৯১১ খ্রিষ্টাব্দে

আরও পড়ুন- সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৮. সুফিয়া কামাল কী হিসেবে ভূষিত হয়েছেন?

ক. মহিয়সী
খ. পদ্মভূষণে
গ. জননী
ঘ. আলো হাতে নারী

গ. জননী

৯. কবি সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?

ক. কুমিল্লায়
খ. বরিশালে
গ. নোয়াখালি
ঘ. পাবনায়

খ. বরিশালে

১০. কবি সুফিয়া কামাল কবে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৯৯ খ্রিষ্টাব্দে
খ. ১৯৯০ খ্রিষ্টাব্দে
গ. ১৯৯৫ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৯৪ খ্রিষ্টাব্দে

ক. ১৯৯৯ খ্রিষ্টাব্দে

১১. কবি সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন?

ক. কুমিল্লায়
খ. পাবনায়
গ. ঢাকায়
ঘ. বরিশালে

গ. ঢাকায়

১২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

ক. কবির স্বামী
খ. ঋতুর রাজন
গ. কবি ভক্ত
ঘ. মাঘের সনড়ব্যাসী

গ. কবি ভক্ত

১৩. অলখ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. অচেনা
খ. অলক্ষ
গ. নখ
ঘ. আলতা

খ. অলক্ষ

১৪. কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে?

ক. কবিমনে
খ. কবিভক্তের মনে
গ. পৃথিবীতে
ঘ. ফুলের রাজ্যে

গ. পৃথিবীতে

১৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?

ক. বাতাবি লেবুর ফুল
খ. শাপলা ফুল
গ. কদম্ব ফুল
ঘ. বেলী ফুল

ক. বাতাবি লেবুর ফুল

১৬. “এমন উন্মনা তুমি?” এটি কার উক্তি?

ক. কবির
খ. কবিভক্তের
গ. কবির স্বামীর
ঘ. কবির ছেলের

খ. কবিভক্তের

১৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন গান বাজার কথা জানতে চেয়েছেন?

ক. আগমনী গান
খ. দলীয় গান
গ. উদ্বোধনী গান
ঘ. জারি গান

ক. আগমনী গান

১৮. ‘বেজেছে কি আগমনী গান?’ উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?

ক. কবির কৌতুহল
খ. কবির চিত্ত চাঞ্চল্য
গ. কবির উদাসীনতা
ঘ. কবির অধ্যাবসায়

গ. কবির উদাসীনতা

১৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কিসের বুকে গন্ধ নেই?

ক. মালতির
খ. মাধবীর
গ. রজনীগন্ধার
ঘ. চাঁপার

খ. মাধবীর

২০. কবিভক্ত কবিকে কী বলে সম্বোধন করেছেন?

ক. হে কবি
খ. শ্রদ্ধেয় কবি
গ. হে বিরহিনী
ঘ. হে মহিলা কবি

ক. হে কবি

২১. কবিভক্ত কবিকে কীভাবে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করেছেন?

ক. প্রবন্ধ রচনা করে
খ. উপন্যাস রচনা করে
গ. শোক-কবিতা রচনা করে
ঘ. বন্দনা গীতি রচনা করে

ঘ. বন্দনা গীতি রচনা করে

২২. ‘রচিয়া’ বলতে কী বুঝানো হয়েছে?

ক. রচনা করে
খ. বরণ করে
গ. চয়ন করে
ঘ. সংরক্ষণ করে

ক. রচনা করে

২৩. বসন্তের প্রতি কবি বিমুখ কেন?

ক. বসন্ত ভালো লাগে না বলে
খ. শীত চলে যাওয়ার জন্য
গ. কবিমন শোকে মুহ্যমান বলে
ঘ. বসন্তে ফুল ফোটেনি বলে

গ. কবিমন শোকে মুহ্যমান বলে

২৪. ‘পুষ্পারতি’ শব্দটির মানে কী?

ক. ফল
খ. ফুলের বন্দনা
গ. বীজ
ঘ. পুষ্পের উদ্যান

খ. ফুলের বন্দনা

২৫.  ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘কুহেলি উত্তরী’ শব্দটি কী অর্থ বহন করে?

ক. মাঘের চাদর
খ. উত্তরের কুয়াশা
গ. কুয়াশার চাদর
ঘ. মাঘের কুয়াশা

গ. কুয়াশার চাদর

২৬. ‘ঋতুর রাজন’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?

ক. বৈশাখকে
খ. শীতকে
গ. চৈত্রকে
ঘ. বসন্তকে

ঘ. বসন্তকে

২৭. “এখনো দেখনি তুমি?” এখানে ‘নি’ কী হিসেবে ব্যবহৃত হয়েছে?

ক. ক্রিয়া বিশেষণ
খ. নাবাচক ক্রিয়া বিশেষণ
গ. বিশেষণ
ঘ. সর্বনাম

খ. নাবাচক ক্রিয়া বিশেষণ

২৮. কবিভক্তরা কবিকে প্রশ্ন করেছেন কেন?

ক. কবি উন্মনা বলে
খ. কবি অসুস্থা বলে
গ. কবি ভাবুক বলে
ঘ. কবি অভিমানিনী বলে

ক. কবি উন্মনা বলে

২৯. কবি সুফিয়া কামাল উষ্মনা কেন?

ক. বসন্তের জন্য
খ. স্বামীকে হারিয়ে
গ. আনন্দের জন্য
ঘ. শীতের জন্য

খ. স্বামীকে হারিয়ে

৩০. কবি কী লক্ষ করেননি?

ক. বর্ষার আগমন
খ. শরতের আগমন
গ. বসন্তের আগমন
ঘ. প্রিয়জনের আগমন

গ. বসন্তের আগমন

৩১. প্রকৃতি রিক্ততার রূপ ধারণ করে কোন ঋতুতে?

ক. শীতে
খ. বসন্তে
গ. শরৎকালে
ঘ. হেমন্তে

ক. শীতে

৩২. কবিমন কিসে আচ্ছনড়ব হয়ে আছে?

ক. আনন্দ-উচ্ছ্বাসে
খ. রিক্ততার হাহাকারে
গ. অসীম ভাবনায়
ঘ. অনাবীল আশ্বাসে

খ. রিক্ততার হাহাকারে

৩৩. কবি সুফিয়া কামাল মূলত কাকে মাঘের সন্ন্যাসী বলেছেন?

ক. কামালউদ্দীনকে
খ. সৈয়দ নেহাল হোসেনকে
গ. কবিভক্তকে
ঘ. শীতের সনড়ব্যাসীকে

খ. সৈয়দ নেহাল হোসেনকে

৩৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

ক. কবিভক্ত কবিকে
খ. কবি তাঁর বন্ধুকে
গ. কবির স্বামী কবিকে
ঘ. কবি তাঁর স্বামীকে

ক. কবিভক্ত কবিকে

৩৫. কবি সুফিয়া কামালকে সমস্ত সৌন্দর্য স্পর্শ করতে পারে না কেন?

ক. কবি বিরহকাতর বলে
খ. কবি ব্যস্ত বলে
গ. কবি নিরাসক্ত বলে
ঘ. কবি অসুস্থ বলে

ক. কবি বিরহকাতর বলে

৩৬. ‘সমীর’ শব্দটির প্রতিশব্দ কোনটি?

ক. পাহাড়
খ. আলো
গ. বাতাস
ঘ. আগুন

গ. বাতাস

৩৭. ‘ধরা’ অর্থ কী?

ক. পৃথিবী
খ. দরিয়া
গ. আকাশ
ঘ. ধমনী

ক. পৃথিবী

৩৮. বসন্ত কবি সুফিয়া কামালের মনে কোনো সাড়া জাগাতে পারছে না কেন?

ক. শীতকে ভুলতে পারেনি বলে
খ. বসন্তের রুক্ষতার জন্য
গ. কবির বেদনার্ত হৃদয়ের জন্য
ঘ. শীত ঋতু পরম সৌভাগ্য বয়ে এনেছিল বলে

গ. কবির বেদনার্ত হৃদয়ের জন্য

৩৯. বসন্ত কবির কাছে অর্থহীন, কারণ-

ক. বসন্তকে কবির ভালো লাগে না তাই
খ. বসন্ত একবার এসে আবার চলে যায় বলে
গ. প্রিয়জন কাছে নেই বলে
ঘ. বসন্ত কষ্ট বাড়িয়ে দেয় বলে

গ. প্রিয়জন কাছে নেই বলে

৪০. ‘পাথার’ অর্থ কী?

ক. পাথর
খ. দীর্ঘ পথ
গ. সমুদ্র
ঘ. পাতায় আহার

গ. সমুদ্র

৪১. কে কবিকে বসন্তকে বরণ করে নিতে বলেছেন?

ক. কবির স্বামী
খ. কবির বন্ধুবান্ধব
গ. কবির আত্মীয়স্বজন
ঘ. কবিভক্ত

ঘ. কবিভক্ত

৪২. কবির ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষণ্নবতা নেমে আসে কেন?

ক. পিতৃবিয়োগে
খ. মাতৃবিয়োগে
গ. স্বামীবিয়োগে
ঘ. ভ্রাতৃবিয়োগে

গ. স্বামীবিয়োগে

৪৩. কবি সুফিয়া কামালের প্রথম স্বামী কবে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৩২ খ্রিস্টাব্দে
খ. ১৯৩৪ খ্রিস্টাব্দে
গ. ১৯৩৬ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৩৭ খ্রিস্টাব্দে

ক. ১৯৩২ খ্রিস্টাব্দে

Advertisement

One Comment

  1. শুভকামনা র‌ইলো ।
    আশা করি এভাবেই সকল গদ্য এবং পদ্যের বহুনির্বাচনীর উত্তর পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *