পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষা বৃত্তি ২০২০ এর অনলাইনে আবেদন শুরু

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  উচ্চ মাধ্যমিক/সমমান, স্নাতক/সমমান, স্নাতকোত্তর/সমমান পর্যায়ের অধ্যয়নরত রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় স্থায়ীভাবে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের এবং উন্নয়ন বোর্ডের কর্মরত কর্মকর্তার-কর্মচারী পোষ্যদের নিকট হতে শুধুমাত্র অনলাইনে শিক্ষা বৃত্তির আবেদন আহবান…

Advertisement

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  উচ্চ মাধ্যমিক/সমমান, স্নাতক/সমমান, স্নাতকোত্তর/সমমান পর্যায়ের অধ্যয়নরত রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় স্থায়ীভাবে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের এবং উন্নয়ন বোর্ডের কর্মরত কর্মকর্তার-কর্মচারী পোষ্যদের নিকট হতে শুধুমাত্র অনলাইনে শিক্ষা বৃত্তির আবেদন আহবান করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষাবৃত্তি

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি ২০১৯-২০

আবেদনের সময়সীমাঃ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ওয়েব সাইট  www.chtdb.gov.bd তে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে ২০ জুন ২০২০ এর মধ্যে শিক্ষা বৃত্তির আবেদন করতে হবে।

আবেদনের জন্য যা যা একান্ত আবশ্যক 

১। আবেদনকারীর সম্প্রতি তোলা ছবি (৩০০×৩০০) পিক্সেল ও স্বাক্ষর (৩০০×৮০)
২। স্থায়ী বাসিন্দার স্বপক্ষে স্ব স্ব জেলা প্রশাসক/ চীফ সার্কেল কর্তৃক প্রদত্ত সনদ।
৩। উপজেলা চেয়ারম্যান/পৌর মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অভিভাবকের বাৎসরিক আয় সনদপত্র, চাকুরীজীবি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বাৎসরিক আয় সনদ।
৪। সর্বশেষ বর্ষ/সেমিষ্টার/লেবেল এর মার্কশিট, নম্বর ফর্দ /সনদপত্র (জানুয়ারী ২০১৯ এর পূর্বে প্রকাশিত ফলাফল গ্রহণযোগ্য নয়)
৫। বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্র বা অধ্যয়নরত কোর্সের শিক্ষার্থীর পরিচয়পত্র।
৬। বিশেষ কোটার স্বপক্ষে প্রমাণ পত্র (যদি থাকে)
৭। সনদসমূহের স্ক্যানড কপি (১০০০×৭৫০) সাইজে আপলোড করতে হবে। স্ক্যান ব্যাতীত ক্যামেরা দিয়ে তোলা ছবি গ্রহণযোগ্য হবেনা।

Advertisement
অনলাইনে আবেদন করতে বা কোন তথ্য জানতে যোগাযোগ করতে পারেন,

 

Sparsha Computers 
Baraichari, Kaptai, Rangamati, 01818674316

অনলাইনে আবেদনপত্র পূরণে সতকর্তা

  • সকল তথ্য বাংলায় পূরণ করতে হবে। তবে “আবেদনকারীর নাম(ইংরেজিতে)” এর ঘরে বড় হাতের ইংরেজি অক্ষরে পূরণ করতে হবে এবং ই-মেইল ঠিকানা ইংরেজিতে পূরণ করতে হবে।
  • পিতা/মাতা মৃত হলে নির্দিষ্ট ঘরে পিতা/মাতা-এর নামের পূর্বে “মৃত” শব্দটি উল্লেখ করতে হবে এবং পেশা ও মোবাইল নম্বর এর ঘর দুটি পূরণ করতে হবে না।
  • বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রে দাবীকৃত কোটার সপক্ষে যথাযথ প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট/নিয়ন্ত্রনকারী/ তদারককারী কর্মকর্তার নিকট হতে প্রত্যয়নপত্র গ্রহণপূর্বক সংযুক্ত করতে হবে।
  • কোন প্রার্থী আবেদন ফরমের “সম্প্রদায়” এর ঘরে উল্লিখিত, সম্প্রদায় ব্যতীত অন্য কোন সম্প্রদায়ভূক্ত হলে তাঁকে “অন্যান্য” তে ক্লিক করে “সম্প্রদায়” কলামটি পূরণ করতে হবে।
  • যে কোন ব্যাংকের কোন নির্দিষ্ট একটি একাউন্ট কেবল একজন আবেদনকারী একবার ব্যবহার করতে পারবেন। একাধিক আবেদনকারী কোন ব্যাংকের কোন নির্দিষ্ট একাউন্ট উল্লেখ করলে আবেদনটি স্বয়ংক্রিয় ভাবে অসম্পূর্ণ থেকে যাবে।
  • আবেদনকারীর ছবির আকার অবশ্যই (৩০০×৩০০ হতে হবে এবং ফাইলের সাইজ ১০০KB এর ছোট হতে হবে)। ছবির ব্যাকগ্রাউন্ড নীল/সাদা হতে হবে এবং পাসপোর্ট সাইজের হবে।
  • আবেদনকারীর স্বাক্ষরের ছবির আকার অবশ্যই (৩০০×৮০ হতে হবে এবং ফাইলের সাইজ ১০০KB এর ছোট হতে হবে)।
  • অন্যান্য সংযুক্ত কাগজপত্রের ছবির আকার অবশ্যই(১০০০×৭৫০ হতে হবে এবং ৩০০ KB এর ছোট হতে হবে)।
  • “বর্তমান পড়াশোনার বিবরণ” অংশের “শ্রেণি/ডিগ্রি” এবং “বিষয়/বিভাগ” -এ দু’টি ঘরে বর্তমান যে “শ্রেণি/ডিগ্রি” এবং “বিষয়/বিভাগ”-এ অধ্যয়নরত তা’ উল্লেখ করতে হবে।
  • “বর্তমান পড়াশোনার বিবরণ” অংশের “সর্বশেষ উত্তীর্ণ শ্রেণি/ডিগ্রি”, “সর্বশেষ সেমিস্টার/বর্ষ” এবং “সর্বশেষ উত্তীর্ণ সেমিস্টার/বর্ষের জিপিএ/বিভাগ” – এর ঘরগুলো পূরেণের ক্ষেত্রে সর্বশেষ যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ঐ পরীক্ষার তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • আবেদন ফরমের নিচের অংশে “ছবি আপলোড করুন” অংশের “২. সর্বশেষ সেমিস্টার/লেভেল/বর্ষের নম্বরপত্র অথবা সার্টিফিকেট” ঘরে সার্টিফিকেট আপলোড করার ক্ষেত্রে উক্ত পরীক্ষার ফলাফলের মূল সার্টিফিকেট স্ক্যানিং করে আপলোড করতে হবে।
  • “কাগজসমূহের ছবি আপলোড করুন” অংশের “৩. শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত” ঘরে আবেদনকারী বর্তমানে অধ্যয়নরত প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান হতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যাডে বর্তমানে অধ্যয়নরত শ্রেণি/ডিগ্রি-র সপক্ষে মূল প্রত্যয়নপত্র/শিক্ষার্থীর পরিচয়পত্র স্ক্যানিং করে আপলোড করতে হবে।
  • আবেদনকারী ছবি, স্বাক্ষর এবং কাগজপত্র সমূহের ছবি স্ক্যানিং করে আপলোড করার ক্ষেত্রে উল্লিখিত ছবি, স্বাক্ষর এবং কাগজপত্রসমূহ নির্ধারিত আকার এবং ফাইল সাইজ অনুযায়ী আপলোড করতে হবে। (স্ক্যানিং ব্যতিত ক্যামেরা/মোবাইলে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না)
  • আবেদন ফরমের নির্দিষ্ট “সিকিউরিটি কোড”-টি সংশ্লিষ্ট খালি ঘরে নির্ভুলভাবে উল্লেখ করতে হবে।

বিঃদ্রঃ অনলাইন ব্যতীত সরসরি বা ডাকযোগে আবেদন গ্রহণ যোগ্য হবেনা।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *