অনলাইনে কলেজে ভর্তির আবেদন | একাদশ ভর্তি আবেদন ২০২৪

অনলাইনে কলেজ ভর্তি বা একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের যোগ্যতা এবং আবেদন করার নিয়ম নিয়ে বিস্তারিত সকল তথ্য।

Advertisement

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। রোববার (২৬ মে) সকাল ৮টা থেকে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। প্রথম ধাপের এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১১ জুন পর্যন্ত।

কলেজে ভর্তির আবেদনের যোগ্যতা

কলেজে ভর্তির জন্য ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিদেশি কোন বোর্ড বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে তার সনদের মান নির্ধারণ করতে হবে।

Advertisement
অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৪
অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৪

কলেজে ভর্তির আবেদন করার নিয়ম

একাদশে ভর্তির প্রক্রিয়াটা পুরোপুরি অনলাইন-নির্ভর হওয়ায় শিক্ষার্থীরা নিজেরা ঘরে বসে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে অনলাইনে নিজের অ্যাকাউন্ট তৈরিসহ সব প্রক্রিয়া বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

ধাপ ১: সাইন আপ করুন

একাদশে ভর্তির আবেদন করতে XI Class Admission System ওয়েবসাইটে প্রবেশের পর প্রথমেই সাইন আপ লিংকে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলেই EDU আইডির জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

কলেজে ভর্তির আবেদন করার নিয়ম

সেখানে প্রবেশ করে প্রথমে শিক্ষার্থীর রোল নাম্বার, বোর্ডের নাম, পাসের সাল, রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে সাবমিট করলে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখানো হবে।

Advertisement
কলেজে ভর্তির আবেদন করার নিয়ম

তথ্য ঠিক থাকলে মোবাইল নম্বর এবং জন্ম নিবন্ধন নম্বর (আবশ্যক নয়) দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই EDU আইডি তৈরি হয়ে যাবে। এরপর একটি পাসওয়ার্ড শিক্ষার্থীর দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে।

EDU আইডি (ইউজার নেম হিসেবে) এবং মোবাইল ফোনে এসএমএসে আসা অস্থায়ী পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন পোর্টালে প্রথমবার লগইন করা যাবে। প্রথমবার লগইন করার পর শিক্ষার্থীকে নিজের পছন্দমতো পাসওয়ার্ড সেট করতে হবে।

ধাপ ২: কলেজ ভর্তি আবেদন ফি পরিশোধ করুন

এবার এরপর Student Dashboard-এ গিয়ে সাইডবারের আবেদন মেনু থেকে ‘আবেদন ফি জমা দিন’ লেখা বাটনে ক্লিক করলে ২টি পেমেন্ট গেইটওয়ে সোনালী সেবা ও SSLCOMMERZ দেখতে পাবেন। আপনার সুবিধামত যে কোন একটি গেটওয়ের মাধ্যমে ব্যাংক, কার্ড, অথবা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে আবেদন ফি জমা দিন।

Advertisement

ধাপ ৩: ভর্তির আবেদন করুন

এই ধাপে Sidebar থেকে আবার ”আবেদন করুন” লিংকে গিয়ে আপনার পছন্দমতো কলেজ সিলেক্ট করে একাদশ শ্রেণিতে বা কলেজ ভর্তির আবেদন জমা দিন।

কলেজ বাছাইয়ের ক্ষেত্রে একজন শিক্ষার্থী তার আবেদনের Window তে শুধুমাত্র তার আবেদনের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন শিফট গ্রুপ ও ভার্সন দেখতে পাবে।

আবেদন সম্পন্ন করার পর, আবেদন করা কলেজসমূহ ও পছন্দক্রম দেখার জন্য Sidebar থেকে “আবেদন দেখুন” অপশনে যান। আবেদনকারী চাইলে তার আবেদনসমূহ ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন।

কলেজ ভর্তি আবেদনের কলেজ পরিবর্তন করার নিয়ম

কলেজ ভর্তি নীতিমালা অনুযায়ী আবেদন করার পর একজন আবেদনকারী সর্বোচ্চ ৫ বার অনলাইন আবেদন সিস্টেমে লগইন করে কলেজের পছন্দক্রম এবং কলেজ পরিবর্তন করতে পারবেন।

XIClass Admission Important Dates

1st Phase Application26 May 2024 to 11 June 2024
1st Phase Result23 June 2024
1st Phase Selection Confirmation24 June to 29 June 2024
2nd Phase Online Application30 June to 2 July 2024
1st Migration Result4 July 2024
2nd  Phase Result4 July 2024
2nd Phase Selection Confirmation5 July to 8 July 2024
3rd Phase Online Application9 July to 10 July 2024
2nd Migration Result12 July 2024
3rd Phase Result12 July 2024
3rd Phase Selection Confirmation13 July to 14 July
Admission15 July to 25 July 2024
Class Start30 July

একাদশ শ্রেণিতে সারাদেশের মোট আসন কত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পাস করেছেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। দেশের সরকারি-বেসরকারি কলেজ, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট আসন প্রায় ৩৪ লাখ। সেই হিসাবে সব শিক্ষার্থী ভর্তি হলেও ফাঁকা থাকবে অর্ধেকের বেশি আসন।

একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য

  • আবেদনের ওয়েবসাইটি রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন রাত ১০ টা থেকে ১ টা পর্যন্ত বন্ধ থাকবে।
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *