আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির মধ্যে ৬ টি পার্থক্য
এখানে আলোচনা করব, আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য। প্রথমেই জানি আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষি কি। আর্দ্র কৃষি কাকে বলে কৃত্রিম সেচের সাহায্য ছাড়া শুধুমাত্র নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতের উপর নির্ভর করে…
এখানে আলোচনা করব, আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য। প্রথমেই জানি আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষি কি।
আর্দ্র কৃষি কাকে বলে
কৃত্রিম সেচের সাহায্য ছাড়া শুধুমাত্র নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষিব্যবস্থা গড়ে উঠে, তাকে আর্দ্র কৃষি বলে।
উভয় গােলার্ধে 10° অক্ষাংশ থেকে প্রায় 25° অক্ষাংশের মধ্যে মৌসুমি জলবায়ুর প্রভাব রয়েছে এমন দেশগুলিতে আর্দ্র কৃষি দেখা যায়। এই কৃষি পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত।
শুষ্ক কৃষি কাকে বলে
যেসব অঞ্চলে প্রাকৃতিক ভাবে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়না এবং কৃত্রিম সেচের কোন ব্যবস্থা নেই, সেই অঞ্চলগুলোতে শুধুমাত্র স্বল্প পরিমাণ বৃষ্টিপাতের উভর নির্ভরশীল খরা সহ্যকারী শস্যের চাষকে শুষ্ক কৃষি বলে।
এখানকার মাটিগুলো শুষ্ক যেখানে তেমন আর্দ্রতা থাকে না। এসব অঞ্চলে গড় বৃষ্টিপাতের মাত্রা ২০ সে.মি. এর কম। আশে পাশে সেচেরও কোন ভাল ব্যবস্থা খাল বা নদী থাকে না। নির্দিষ্ট কৌশল ও উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করা যেতে পারে।
মূলত সমভূমি অঞ্চল যেমন উত্তর আমেরিকার দক্ষিণ পশ্চিমাঞ্চল, দক্ষিণ আমেরিকার মেক্সিকো, আর্জেন্টিনা এবং মধ্যপ্রাচ্যে এ ধরণের কৃষি দেখা যায়।
আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য
আর্দ্র কৃষি | শুষ্ক কৃষি | |
---|---|---|
সংজ্ঞা | নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল কৃষিব্যবস্থা | সেচের সুব্যবস্থা ছাড়া শুধুমাত্র স্বল্প বৃষ্টিপাতের উপর নির্ভরশীল কৃষিব্যবস্থা |
বৃষ্টিপাত | বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ৭৫ সে.মি এর অধিক | বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ৭৫ সে.মি এর কম |
শস্য | বৃষ্টিপাত অনুসারে বার্ষিক একফসলী বা দ্বিফসলি চাষ করা হয় | স্বল্প বৃষ্টিপাতের কারণে একফসলী চাষ করা হয় |
উৎপাদন | আর্দ্র কৃষিতে ফলনের পরিমাণ অনেক বেশি | শুষ্ক কৃষিতে ফলনের পরিমাণ কম |
ফসল | আর্দ্র কৃষির প্রধান ফসল হচ্ছে, ধান, পাট, চা, রাবার ইত্যাদি | শুষ্ক কৃষির প্রধান ফসল হচ্ছে, গম, ভুট্টা, ডাল, জোয়ার, বাজরা ও দানাদার শস্য ইত্যাদি |
প্রযুক্তির ব্যবহার | আর্দ্র কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলে অধিক পরিমাণ ফসল উৎপাদন সম্ভব | প্রযুক্তির ব্যবহার ছাড়া শুষ্ক কৃষিতে চাষাবাদ অনেক কঠিন। তাছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও ভাল ফসল পাওয়া যায় না। |
কৃষি বিষয়ক আরো বিভিন্ন বিষয়ের মধ্যে পার্থক্য জানতে দেখুন-