কোন কলেজে চান্স পেয়েছেন যেভাবে দেখবেন | একাদশ শ্রেণীতে ভর্তির রেজাল্ট
কোন কলেজে চান্স পেয়েছি কিভাবে দেখব? ২০২৩-২০২৪ সেশনে কলেজ ভর্তি আবেদনের রেজাল্ট কিভাবে দেখবেন ও ভর্তি নিশ্চায়ন করবেন বিস্তারিত দেখুন।
আজ ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফলাফল প্রকাশ করা হয়েছে। যারা আবেদন করেছেন, কোন কলেজে চান্স পেয়েছেন কিভাবে দেখবেন সেটাই এখানে দেখানো হলো:
কোন কলেজে চান্স পেয়েছি কিভাবে দেখব
কোন কলেজে চান্স পেয়েছ তা দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ভিজিট করুন http://xiclassadmission.gov.bd ওয়েবসাইটে;
- ফলাফল অপশনে যান;
- SSC Roll No ও Registration No লিখুন;
- Board ও Passing Year সিলেক্ট করুন;
- Verification Code টি লিখে View Result বাটনে ক্লিক করুন;
ভর্তির আবেদন নিশ্চায়ন যেভাবে করবেন
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ০৭/০৯/২০২৩ তারিখ হতে ১০/০৯/২০২৩ তারিখ রাত ১২ টার মধ্যে ৩৩৫ টাকা (চার্জ বাদে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি নিশ্চায়ন ফি প্রদান করা যাবে।
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৬/০৯/২০২৩ হতে ০৫/১০/২০২৩ পর্যন্ত।