Tag Question এর নিয়ম (Tag Question Rules in Bangla)
Tag Question মাধ্যমিক লেভেলের গ্রামার অংশের খুবই সহজ একটি প্রশ্ন। এখানে সহজেই ৫ নম্বর অর্জন করা যায়। আজকের ব্লগে, কিভাবে Tag Question লিখতে হবে তা আলোচনা করব, শেয়ার করবো কিছু টিপস। Tag Question কি? কথোপকথনের…
Tag Question মাধ্যমিক লেভেলের গ্রামার অংশের খুবই সহজ একটি প্রশ্ন। এখানে সহজেই ৫ নম্বর অর্জন করা যায়। আজকের ব্লগে, কিভাবে Tag Question লিখতে হবে তা আলোচনা করব, শেয়ার করবো কিছু টিপস।
Tag Question কি?
কথোপকথনের সময় বাক্যের শেষে যে একটি সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে Tag Question বলে। যেমনঃ
- Rahim plays cricket, doesn’t he?
- She went there, didn’t she?
- Birds can play, can’t they?
- It is a nice storybook, isn’t it?
- He has done the work, hasn’t he?
কিভাবে Tag Question গঠন করতে হয়
Tag Question এর মধ্যে মূলত ৩ টি উপাদান থাকে, এগুলো হল: ১) Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া), ২) not/n’t (না বোধক) এবং ৩) Subject Word এর Pronoun
তাই আপনারা যদি এই ৩টি উপাদানের ব্যবহার ভালভাবে বুঝতে পারেন, আপনারা সহজেই Tag Question গঠন করতে পারবেন। এবার এই উপাদান গুলো নিয়ে আলোচনা করা যাক।
Auxiliary Verb ও Not এর ব্যবহার
Tag question গঠণে Auxiliary verb ব্যবহৃত হয়। Negative Tag question-এ Auxiliary verb গুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমনঃ
- am + not = aren’t/ain’t
- is + not = isn’t
- are + not = aren’t
- do + not = don’t
- does + not = doesn’t
- did + not = didn’t
- was + not = wasn’t
- were + not = weren’t
- shall + not = shan’t
- would + not = wouldn’t
- should + not = shouldn’t
- could + not = couldn’t
- may + not = mayn’t
- might + not = mightn’t
- had + not = hadn’t
- must + not = mustn’t
- need + not = needn’t
- ought + not = oughtn’t
Example: He must do this, mustn’t he?
সাধারণত positive বা affirmative statement -এ negative tag এবং negative statement -এ affirmative tag ব্যবহৃত হয়। সেই সাথে statement এর শেষে comma (,) এবং tag question এর শেষে প্রশ্ন বোধক (?) চিহ্ন বসে।
- Positive Statement: She knows you, Negative Tag: doesn’t he?
- Negative Statement: She does not know you, Positive Tag: does she?
আরও পড়তে পারেন- সঠিকভাবে Article ব্যবহারের ৭ টি সহজ নিয়ম
Tag Question এর সকল সহজ নিয়ম
1. Primary Auxiliary verb do, does, did, am, is, are, was, were, have, has, had যোগে গঠিত কিছু Tag Question নিম্নে আলোচনা করা হলঃ
- I am a student, aren’t I?
- She didn’t go there, did she?
- You have done it, haven’t you?
- They were playing football, weren’t they?
- He had gone there, hadn’t he?
- He is not a teacher, is he?
2. Auxiliary verb যুক্ত Exclamatory Sentence-এ isn’t/ aren’t/ wasn’t/ weren’t বসে। আবার মূল Verb যুক্ত Exclamatory Sentence এর শেষে don’t/ didn’t/ doesn’t বসে। এক্ষেত্রে Statement এ Subject Noun হলে Tag-এ Subject এর Pronounবসে। যেমনঃ
- How beautiful the picture is, isn’t it?
- How nicely the bird sings, doesn’t it?
3. Model Auxiliary Verb (may, dare, might, can, could, shall, should, will, would, must, need etc.) যোগে গঠিত Tag Question:
- We may fail at first, mayn’t we?
- You must have heard the name of Jalaluddin Rumi, mustn’t you?
- None could prosper in life without utilizing time, could he?
- I shall do that, shan’t I?
আরও পড়ুন- Affirmative থেকে Negative করার নিয়ম
4. Exclamatory Sentence-এর Subject এবং Verb উহ্য থাকলে, সেক্ষেত্রে Sentence বুঝে Subject ও Verb ধরে নিয়ে Tag গঠন করতে হয়।
- What an idea!, isn’t it?
- What a pity, isn’t it?
5. What/ how দ্বারা Exclamatory Sentence-এর Subject এবং Verb অনুযায়ী Tag Question করতে হয়।
- What a beautiful garden it is!, isn’t it?
- How beautiful the picture is!, isn’t it?
6. Statement-এ যদি need/needs Verb হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে Tag Question-এ need/needs এর পরিবর্তে don’t/doesn’t ব্যবহৃত হয়। যেমনঃ
- I need a notebook, don’t I?
- She needs a piano, doesn’t she?
7. Imperative Statement এর মাধ্যমে যদি কোন advice বা order বুঝায় সেক্ষেত্রে Tag হিসাবে will you/won’t you ব্যবহৃত হয়। Request বুঝালে can you/could you ব্যবহৃত হয়।
- Do not go there, will you?
- Open the door, will you?
- Do not tell a lie, will you?
NOTE: won’t you ব্যবহার না করায় ভাল।
আরও পড়ুন- Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি
8. Let’s/Let us যুক্ত Imperative Statement যদি Proposal বুঝায় তাহলে Tag Question হিসাবে shall we ব্যবহৃত হয়। যেমনঃ
- Let us have a discussion, shall we?
- Let’s help the poor, shall we?
- Let us go for a walk, shall we?
9. Let him/her/they/Arman দিয়ে যখন কোন কিছু করার অনুমতি ব্যক্ত করা হয় তখন Tag Question এ will you ব্যবহৃত হয়। যেমনঃ
- Let Arman take a decision, will you?
- Let her do the work, will you?
10. There is/ there are/ there was/ there were দ্বারা সূচিত Statement এর ক্ষেত্রে Tag Question হিসেবে is there/isn’t there, are there/aren’t there, wasn’t there, weren’t there বসে। যেমনঃ
- There is something wrong with him, isn’t there?
- There are three big rooms in our school library, aren’t there?
11. It is/ It was/ It has দ্বারা সূচিত Statement-এর ক্ষেত্রে Tag Question হিসাবে is it/ isn’t it, was it/wasn’t i, has it/hasn’t it বসে।
- Yes, it is our duty to study in a disciplined way, isn’t it?
- It is fairly a recent invention, isn’t it?
12. Complex Sentence-এ Principal Clause-এর Subject ও verb অনুযায়ী Tag Question গঠন করতে হয়।
- If you come, I will go, won’t I?
- He said that he would do the work, didn’t he?
আরও পড়ুন- কেস (Case) কাকে বলে, কত প্রকার ও এর ব্যবহার
13. Compound Sentence-এ সাধারণত 2nd Clause-এর Subject ও Verb অনুযায়ী Tag Question করতে হয়। যেমনঃ
- Jony is dishonest but his sister is honest, isn’t she?
- Rahim is short but his brother is tall, isn’t he?
14. As well as, and not, with, together with, along with, accompanied by, in addition to, rather then ইত্যাদি দ্বারা দুটি Noun/Pronoun যুক্ত হলে ১ম Subject অনুযায়ী Tag Question হবে।
- He as well as his friends has done the work, hasn’t he?
15. Not only……but also, Not…….but, Either……..or, neither………nor ও or দ্বারা দুটি Subject যুক্ত হলে 2nd Subject অনুযায়ী Tag Question-এর Subject হয়।
- Not only Rafik but also His friends are Fond of football, aren’t they?
16. Everybody/anybody/everyone/ nobody/someone/ none ইত্যাদি যদি কোন Statement এর Subject হিসাবে ব্যবহৃত হয় তাহলে Tag Question-এ Subject হিসাবে they ব্যবহৃত হবে।
- Everybody dislikes a liar, don’t they?
- Every student wants to do well in the examination, don’t they?
- Nobody liked him, did they?
আরও পড়ুন- Gerund and Infinitive ব্যবহারের নিয়ম ও উদাহরণ
17. Something/ nothing/ anything/ everything ইত্যাদি Statement-এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে it ব্যবহৃত হয়।
- Nothing is certain, is it?
- Nothing has been finished, has it?
18. Most of you, all of you, none of you, some of you ইত্যাদি Statement-এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে you ব্যবহৃত হয়।
- Most of you know French, don’t you?
- All of you know English, don’t you?
19. Most of them, none of them, all of them Statement subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে they ব্যবহৃত হবে।
- Most of them have visited the zoo, haven’t they?
- None of them have done the work, have they?
20. দেশের নাম Subject হিসাবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে she ব্যবহৃত হবে।যেমনঃ
- Bangladesh is an agricultural country, isn’t she?
- Bangladesh has so many rivers, hasn’t she?
21. Moon, train, ship, river, ferry, earth ইত্যাদি Subject হিসাবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে she ব্যবহৃত হবে। যেমনঃ
- The earth is round, isn’t she?
- The Padma is the largest river in Bangladesh, isn’t she?
22. Common Gender হিসাবে Singular Noun ব্যবহৃত হলে Subject he বসে।
- Man is mortal, isn’t he?
23. Sentence-এ Subject হিসেবে that, this থাকলে Tag Question-এর Subject it হয়। Subject যদি these those হয় তাহলে Tag Question-এর Subject they হয়।
- These are my books, aren’t they?
- That was my pencil, wasn’t it?
24. Complex Sentence-এ 1st Clause-এ hope, believe, think, see ইত্যাদি Verb-এর পর ‘that’ Conjunction-টি উহ্য থাকলে 2nd clause-এর Subject ও Verb অনুযায়ী Tag Question গঠন করতে হয়। কিন্ত ‘that’ থাকলে 1st clause-এর Subject ও Verb অনুযায়ী Tag Question গঠন করতে হবে।
- I believe you will do better in the examination, won’t you?
- I believe that you will do better in the examination, don’t I?
25. Statement-এর শুরতে কোন Adjective-এর পূর্বে the বসে Common Noun হিসেবে বাক্যের Subject রূপে বসলে Tag Question-এর Subject হিসাবে ‘they’ হবে।
- The rich are not always happy, are they?
26. I, you, we এই Pronoun গুলো Proper Noun হিসেবে Sentence-এর Subject হলে Tag Question-এর Subject ‘it’ হবে।
- ‘You’ is a pronoun, isn’t it?
27. কোন Sentence-এ used to থাকলেAffirmative হলে didn’t বসে এবং Negative হলে did বসে। তারপর প্রদত্ত Sentence-এর অনুরূপ Subject বসে। তবে কখনও used to-এর to বসে না।
- They used to play cricket, didn’t they?
28. যদি Sentence-এ Subject হিসেবে one থাকে তবে Tag Question-এ Subject হিসেবে he ব্যবহৃত হবে।
- One should do one’s duty, shouldn’t he?
29. Statement এ Negative শব্দ (few, hardly, seldom, little, scarcely, rarely, never, nothing, nobody, none) থাকলে Tag-এ Affirmative Question হয়। যেমনঃ
- It has hardly rained at this summer, has it?
প্রিয় বন্ধুরা, এখন তোমরা এই নিয়মগুলো অনুসরণ করে অনুশীলন করতে পার। তোমাদের অনুশীলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 100 Question Tag Examples সহায়ক হবে। You can also read: Tag Question Exercises with Answers।
Thanks for your nice comment. We are preparing for publishing video contents. Please share the website to your friends.
অনেক সহজ এবং সুশ্রীঙ্কল ভাবে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ ও নোটটি অনেক সুন্দর হয়েছে। কিন্তু এখানে ভিডিও ক্লাস থাকলে ভালো হতো।
Very nice. Congratulations.
[…] is the most common to use Question Tags while speaking than writing. We often use question tags when we want to know if the listener agrees […]
I am very interested to see the topic
I like it.
It’s really very nice 🙂
Assalamualaikum. I am Akram Hossain. I read above the rules so l think there need to add some rules. Such as-Good morning ‘Thank you etc. Goof bye.