Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি?

parts of speech কাকে বলে, কত প্রকার ও কি কি, কিভাবে একটি বাক্যের বিভিন্ন অংশ Parts of Speech চিনবেন বিস্তারিত।

Advertisement

প্রিয় ছাত্রছাত্রী ও শিক্ষার্থী বন্ধুরা আপনারা যাদের  Parts of speech (Noun, Pronoun, Adjective, verb, adverb, preposition, conjunction and interjection) নিয়ে বিভিন্ন সন্দেহ বা অজানা রয়েছে, তাদের জন্য এই লেসনে একটি পরিস্কার ধারনা দেয়া হবে। আপনারা মনযোদের সাথে লেসনটি পরবেন।

Parts of Speech কাকে বলে?

আপনারা জানেন, Part শব্দের অর্থ হচ্ছে “অংশ” এবং Speech শব্দের অর্থ “বাক্য/বক্তব্য”। সুতরাং Parts of Speech এর অর্থ হলো, বাক্যের বিভিন্ন অংশ।

তাই, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই Part of Speech.

Advertisement

Every word in a sentence is a part of speech.

Example: Karim is a student of class ten.

এই বাক্যে, Karim, is, student, of, class, ten, সবগুলোই এক একটি Part of speech,

Advertisement

Note: একটা কথা মনে রাখতে হবে যে, শব্দগুলো অবশ্যই কোন না কোন বাক্যের অংশ হতে হবে। আলাদা ভাবে কোন একটা শব্দ part of speech হবেনা।

Parts of Speech কত প্রকার

একটি বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকে যার প্রত্যেকটি এক একটি অংশ বা Parts of Speech। প্রত্যেকটি শব্দকে তার কাজ অনুসারে ৮ টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ Parts of Speech মোট ৮ প্রকার।

1. Noun – বিশেষ্য

চেনার উপায়ঃ কি?/ কিসের? দ্বারা প্রশ্ন

Advertisement

যে শব্দ (Word) দ্বারা কোন জিনিসের নামকে বোঝায়, তা একটি Noun। আমরা চোখের সামনে যা কিছুই দেখি, তা একটি Noun। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনার নাম বুঝায়।

যে শব্দ দ্বারা কি/কিসের? বুঝায়, তাই একটি Noun ।

উদাহরণ ১ঃ We drink water. (আমরা পানি পান করি)

এই বাক্যে আপনি প্রশ্ন করে দেখুন, আমরা কি পান করি?  উত্তর হচ্ছে পানি। অর্থাৎ এখানে পানি শব্দটি দ্বারা বুঝাচ্ছে, “কি?” তাই  Water একটি Noun।

উদাহরণ ২ঃ This table is made of wood. (এই টেবিলটি কাঠের তৈরি)

এই বাক্যে প্রশ্ন করে দেখুন, কি তৈরির কথা বলা হয়েছে? উত্তরঃ টেবিল। তাই Table একটি Noun । আবার, প্রশ্ন করুন, কিসের তৈরি? উত্তরঃ কাঠের। তাই Wood একটি Noun।

সহজ কথায়, Noun দ্বারা কোন জিনিসের নামকে বুঝায়। তাই (কি/কিসের?) বুঝালে অথবা (কি/কিসের?) দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা আসে তাই Noun।

Noun ৪ প্রকার:
  1. Proper Noun (নাম বাচক বিশেষ্য)
  2. Common Noun (জাতিবাচক বিশেষ্য)
  3. Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
  4. Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
  5. Abstract Noun (গুণবাচক বিশেষ্য)

Note: একটি বাক্যে একাধিক Noun থাকতে পারে।

2. Pronoun – সর্বনাম

চেনার উপায়ঃ Noun এর পরিবর্তে যা ব্যবহার হয়।

যে শব্দ (Word) দ্বারা কোন (Noun) নামকে  বার বার ব্যবহার না করে তার পরিবর্তে ব্যবহার করা হয়, তা একটি Pronoun। অর্থাৎ, একটি Noun এর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয়, তাই Pronoun।

Example 1: Karim is my younger brother. He reads in class 10.

এই বাক্যে আপনি খেয়াল করবেন, প্রথম বাক্যে বলা হচ্ছে, করিম আমার ছোট ভাই। Karim একটি Noun, কিন্তু পরের বাক্যে একই noun টা আবার ব্যবহার না করে Karim এর পরিবর্তে, (He) সে ব্যবহার করা হয়েছে। এখানে He শব্দটি একটি Pronoun।

Example 2: We should take care of our health.

এই বাক্যে আপনি খেয়াল করবেন, We (আমরা) একটি Pronoun। কারণ এখানে, আমরা হচ্ছি ব্যক্তি, আমাদের নাম নাম ব্যবহার না করে বলা হচ্ছে আমরা। একই ভাবে Our (আমাদের) একটি Pronoun।

Example 3: Bangladesh is our motherland. It is a small county.

এই বাক্যে আপনি খেয়াল করবেন, Bangladesh একটি Noun। কিন্তু পরের বাক্যে, (Bangladesh is a small counrty) না বলে Bangladesh এর পরিবর্তে (It) এটি ব্যবহার করা হয়েছে। এখানে It একটি Pronoun।

Pronoun এর প্রকার (Types of Pronoun)

3. Adjective – নাম বিশেষণ

চেনার উপায়ঃ কেমন / কতগুলো/ কতটুকু? দ্বারা প্রশ্ন

যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ,  ইত্যাদি বোঝায় তাকে Adjective বলে।

সহজভাবে, যে শব্দ দ্বারা (কেমন/ কতগুলো/ কতটুকু?) বুঝায়, তাই Adjective।

Example 1: Naima is beautiful.

এখানে Beautiful শব্দটি দ্বারা বুঝাচ্ছে, Naima কেমন?, তাই Beautiful শব্দটি একটি Adjective

Example 2: Mr. Ahsan is an honest man.(মি. রহমান একজন সৎ মানুষ)

এই বাক্যে, মি. রহমান কেমন মানুষ? উত্তরঃ সৎ (honest) এখানে Honest একটি Adjective

Example 3: I have three red pens.

এখানে, Three দ্বারা বুঝাচ্ছে, কতগুলো লাল কলম।

তাই, (কেমন/ কতগুলো/ কতটুকু?) দ্বারা প্রশ্ন করে আপনি সহযেই জানতে পারবেন কোনগুলো Adjective

4. Verb – কাজ

চেনার উপায়ঃযে শব্দ দ্বারা কাজ বুঝায়

যে শব্দ দ্বারা কোন কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, walk, be, eat, run, come, read, tell, work, write, see, give, take etc.

Example:

We learn English. (learn – শেখা)
He writes a letter. (write –  লেখা)
Trees give us oxygen (give- দেয়া)

Note: Verb একটি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। Verb ছাড়া কোন বাক্য তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ, প্রত্যেকটি বাক্যে অবশ্যই একটি Verb থাকবে।

Verb এর প্রকারভেদ (Kinds of Verbs)

5. Adverb – ক্রিয়া বিশেষণ

চেনার উপায়ঃ কখন, কোথায়, কিভাবে? দ্বারা প্রশ্ন

যে শব্দ Verb, Adjective বা অন্য adverb কে Modify করে বা তাদের সম্পর্কে কোন তথ্য প্রদান করে, তাকে Adverb বলে।

সহজভাবে, যে শব্দ দ্বারা Verb (কখন, কোথায়, কিভাবে?) কাজ করে তা বুঝায়, সেই শব্দটি Adverb।

তাছাড়া, যে শব্দ, কখন, কোথায়, কিভাবে? বুঝায় সেটিও Adverb।

যেমনঃ My room is beautifully decorated. (আমরা ঘর সুন্দরভাবে সজ্জিত)

এই বাক্যে, (কিভাবে?) দ্বারা প্রশ্ন করলে, আমরা উত্তরে পাই সুন্দরভাবে (Beautifully)।

এখানে, Beautifully শব্দটি তার পরের শব্দ Decorated কে Modify করছে। অর্থাৎ, Beautifully Decorated (সুন্দরভাবে সজ্জিত) দ্বারা বোঝানো হয়েছে, কিভাবে সজ্জিত? তাই, Beautifully একটি Adverb

Kinds of Adverbs (Adverb এর প্রকারভেদ)

  1. কখন? = সময়ঃ (Adverb of Time)
  2. কোথায়? = স্থানঃ (Adverb of Place)
  3. কিভাবে? = পদ্ধতিঃ (Adverb of manner)

Examples:

1. Rina goes to school everyday by bus.

এখানে, রিনা কোথায় যায়? উত্তরঃ ‍to school [ to school হচ্ছে Adverb of Place]

2. Rina goes to school everyday by bus.

এখানে, রিনা কখন যায়? উত্তরঃ ‍everyday [ everyday হচ্ছে Adverb of Time]

3. Rina goes to school everyday by bus.

এখানে, রিনা কিভাবেযায়? উত্তরঃ ‍by bus [ by bus হচ্ছে Adverb of Manner]

6. Preposition – পদান্বয়ী অব্যয়

বাংলায় Pre শব্দের অর্থ পূর্বে আর Position শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বুঝা যায় যে, যে শব্দ কোন Noun বা Pronoun এর পূর্বে অবস্থান করে তার পূর্বের বাক্য বা শব্দের সাথে ঐ Noun বা Pronoun এর সম্পর্ক তৈরি করে, তাই Preposition।

অর্থাৎ, Preposition কোন Noun বা Pronoun এর পূর্বে  বসে অন্য শব্দ বা বাক্যের সাথে সম্পর্ক তৈরি করে।

যেমনঃ in, on, under, with, at, over, of, below, throughout, by, about, until etc. এগুলো এক একটি Preposition

Example 1: There is a book on the table

এই বাক্যে, on শব্দটি the table এর পূর্বে বসে, তার পূর্বের Book এর সাথে সম্পর্ক প্রকাশ করছে, যে (Book on the table) বইটি টেবিলের উপর।

যদি on ব্যবহার না করে এমন লিখা হত, Ther is a book the table. তাহলে book এবং table এর মধ্যে কোন সম্পর্ক বোঝা যাচ্ছে না, বরং  the table শব্দটিকে অপ্রয়োজনীয় ও বিছিন্ন মনে হচ্ছে।

7. Conjunction – সংযোজক অব্যয়

যে শব্দ (Word) দুটি বাক্য কিংবা Clause কে যুক্ত করে তাকে Conjunction বলে। যেমন, and, or, but, yet, for, nor, so, because etc.

Examples:

Akash is a boy but Mou is a girl. [দুটি বাক্য (clause) কে যুক্ত করেছে]

She gave me the letter and then she quickly [দুটি বাক্য (clause) কে যুক্ত করেছে]

When the thief saw the police, he ran away [দুটি বাক্য (clause) কে যুক্ত করেছে]

8. Interjection – আবেগসূচক অব্যয়

যে শব্দ হঠাৎ মনের আবেগ কিংবা অনুভূতির প্রকাশ করে বুঝায়। যেমন, Hurrah, Alas, Oh, Bravo, Ouch, Ah, etc.

Examples:

Alas! Her father is dead. (হায়! তার বাবা মারা গেছে) দুঃখ প্রকাশ করা হচ্ছে
Hurrah! We’ve won the game. (হুররে! আমরা খেলায় জিতেছি) আনন্দ প্রকাশ করা হচ্ছে
Oh! What a beautiful girl she is! (ওহ! কি সুন্দর মেয়েটি!) বিস্ময় প্রকাশ করা হচ্ছে।

প্রিয় ছাত্র-ছাত্রী আশা করি Parts of speech নিয়ে তোমার সন্দেহ অনেকটা দুর হয়েছে। তোমার কোন প্রশ্ন থাকলে আমাদের ফেইসবুক পেইজ ও গ্রুপে তোমার প্রশ্ন করে উত্তর জেনে নাও। ফলো করুন আমাদের ফেসবুক পেইজ – BDClass Facebook Page ও গ্রুপ BDClass Facebook Group

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *