কেস (Case) কাকে বলে, কত প্রকার ও কী কী

Case (কারক) আমাদের খুবই পরিচিত অথচ আমরা অনেকেই হয়তো এটা চিনিনা। আজ আমরা Case কি, কত প্রকার ও এর ব্যবহার সম্পর্কে শিখব। আমি নিশ্চিত খুব সহজেই শিখতে পারবে। Case (কারক) কাকে বলে Sentence এ কোন…

Advertisement

Case (কারক) আমাদের খুবই পরিচিত অথচ আমরা অনেকেই হয়তো এটা চিনিনা। আজ আমরা Case কি, কত প্রকার ও এর ব্যবহার সম্পর্কে শিখব। আমি নিশ্চিত খুব সহজেই শিখতে পারবে।

Case (কারক) কাকে বলে

Sentence এ কোন noun বা pronoun এর সাথে অন্যান্য word বা শব্দের যে সম্পর্ক থাকে তাকে Case (কারক) বলে।

নিচের টেবলে আমরা কিছু শব্দ দেখব যা আমরা বাংলায় সারা দিন ই ব্যবহার করি। যেমন, আমি, তুমি, সে, তারা, আমরা ইত্যাদি। ‍তুমি কি জান এই অতি পরিচিত শব্দগুলোই অনেক কিছুই তোমার অজানা? এ শব্দগুলো ৪টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে। ভিন্নতাগুলো বুঝার চেষ্টা করি।

Advertisement

Cases of Pronouns in Chart

PersonSubjectivePossessiveObjectivePossessive Objective
1st Person (Sing)I (আমি)My  (আমার)Me  (আমাকে)Mine  (আমার)
1st Person (Plu)We (আমরা)Our  (আমাদের)Us  (আমাদেরকে)Ours  (আমাদের)
2nd Person (Sing)You  (তুমি)Your  (তোমার)You  (তোমাকে)Yours  (তোমার)
2nd Person (Plu)You  (তোমরা)Your  (তোমাদের)You  (তোমাদেরকে)Yours  (তোমাদের)
3rd Person (Sing)He  (সে)His  (তার)Him  (তাকে) 
 She  (সে)Her  (তার)Her  (তাকে)Hers  (তার)
 Kiron  (কিরণ)Kiron’s  (কিরণের)Kiron  (কিরণকে) 
3rd Person (Plu)They  (তারা)Their  (তাদের)Them  (তাদেরকে)Theirs  (তাদের)

উপরের টেবলে, আমরা দেখছি ১টি Pronoun ৪টি Case এ ভিন্ন ভিন্নভাবে ব্যবহার হচ্ছে।

Case কত প্রকার

  1. Subjective/Nominative Case
  2. Possesive Case
  3. Objective Case
  4. Possessive Objective Case
  5. Vocative Case

Case এর ব্যবহার

এবার আমরা এই Case গুলোর ব্যবহার নিয়ে জানব।

Nominative case কাকে বলে

যখন কোন noun বা pronoun কর্তা হিসেবে কোন কাজ সম্পাদন করে, তখন N/P এর Nominative case ব্যবহার হয়।

Advertisement

Nominative কে চিনতে হলে ক্রিয়া/কাজকে কে (who) অথবা কি (what) দ্বারা প্রশ্ন করতে হবে।

For example: Orin goes to school. [কে (who) স্কুলে যায়?]

এখানে Orin যাওয়ার (go) কাজটি করছে।

Advertisement

এছাড়াও pronoun, adjective, infinitive, gerund, verbal noun, phrase, clause, etc. Nominative case রূপে ব্যবহৃত হয়।

Nominative রূপে noun – Orin goes to school.
Nominative রূপে pronoun – He visited Khulna.
Nominative রূপে adjective – The poor live in hand to mouth.
Nominative রূপে infinitive – To err is human.
Nominative রূপে gerund – Walking is good exercise.
Nominative রূপে verbal noun – The reading of the newspaper is a good habit.
Nominative রূপে phrase – A man of letters came here.
Nominative রূপে clause – What he says is known to all.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *