কলেজ নিশ্চায়নের পদ্ধতি ২০২৪ | ভর্তি নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি
এইচএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য Registration Fee দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে। দেখুন সহজে ভর্তি নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি।
কলেজ ভর্তির আবেদনে যারা ১ম মেধা তালিকার রেজাল্টে কলেজ পেয়েছেন, তাদেরকে আগামী ৭ সেপ্টেম্বর তারিখ থেকে ১০ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে Board Registration Fee পরিশোধ করে প্রাথমিক কলেজ নিশ্চায়ন করতে হবে।
যেসব উপায়ে কলেজ ভর্তি নিশ্চায়ন ফি জমা দেয়া যাবে:
- Bkash;
- Nagad;
- Rocket;
- Sonali Bill Payment (Mobile Banking and Banks);
- Upay;
- OK Wallet;
- Tap
ভর্তি নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি
ভর্তি নিশ্চায়ন ফি জমা দেয়া যাবে বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা ও Sonali Bank Bill Payment System থেকে। আসুন দেখে নিই, ভর্তি নিশ্চায়ন ফি প্রদান করার পদ্ধতি।
কলেজ নিশ্চায়নের পদ্ধতি
কলেজ নিশ্চায়নের জন্য ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি নিশ্চায়ন ফি জমা দিতে হবে। বিকাশের মাধ্যমে ফি জমা করতে বিকাশ অ্যাপ থেকে এডুকেশন ফি অপশনে গিয়ে XI Class Admission সিলেক্ট করুন। এখানে Board, পাশের সন, রোল ও মোবাইল নম্বর দিয়ে পরের ধাপে যান। বিকাশ পিন দিয়ে ফি প্রদান করুন।
বিভিন্ন পেমেন্ট মাধ্যমের সাহায্যে ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধের পদ্ধতি ছবিসহ দেখানো হলো:
বিকাশের মাধ্যমে ভর্তি নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি
Sonali Bill Payment System
সোনালী ব্যাংকের বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি যে কোন মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ব্যাংক একাউন্ট থেকেও ভর্তি নিশ্চায়ন ফি জমা দিতে পারবেন। দেখুন কিভাবে জমা দিবেন।
কলেজ ভর্তি নিশ্চায়ন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ভিজিট করুন- https://sbl.com.bd:7070/;
- XI Class Admission অপশনে যান;
- Fee Type এ Registration Fee সিলেক্ট করুন;
- Roll No, Board No, Year এবং Mobile No দিয়ে Check বাটনে ক্লিক করুন;
- তথ্য ঠিক থাকলে, Payment Request ক্লিক করুন;
- পেমেন্টের মাধ্যম সিলেক্ট করে ফি Payment করুন;
- নিশ্চায়ন ফি পরিশোধের Voucher টি ডাউনলোড বা প্রিন্ট করুন;
একাদশ শ্রেণিতে ভর্তির রেজিস্ট্রেশন ফি বা নিশ্চায়ন ফি পরিশোধ করার পর অবশ্যই, Payment Receipt টি প্রিন্ট অথবা ডাউনলোড করে নিবেন। তাছাড়া, পেমেন্টের Transaction ID সংরক্ষন করবেন। আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে Fee Payment এর Confirmation Message এবং Transaction ID পেয়ে যাবেন।
আরও দেখতে পারেন:
রেজিস্ট্রেশন ফি বা ভর্তি নিশ্চায়ন ফি প্রদানের সময়সীমা
০৭ সেপ্টেম্বর থেকে ১০ জানুয়ারি তারিখের মধ্যে ১ম পর্যায়ের নিশ্চায়ন করতে হবে। যারা ১ম মেধা তালিকায় কলেজ Selection পেয়েছে, শুধুমাত্র তারাই Registration Fee দিয়ে ভর্তি নিশ্চায়ন করবেন।
ফি জমা না দিলে শিক্ষার্থীর Selection ও আবেদন বাতিল হবে। রেজিস্ট্রেশন ফি প্রদানের জন্য শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার দরকার হবে না।