স্বল্পমেয়াদী অর্থায়নের গুরুত্বপূর্ণ MCQ আলোচনা | এইচএসসি ফিন্যান্স

 প্রশ্ন ১। জনাব তাবাসসুম একজন সফল ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের উৎপাদিত পন্য ধারে এবং নগদে বিক্রয় হয়। ধারে বিক্রয়ের শর্ত ২/১০, নিট ৩০। ব্যবসায় ঋণের ব্যয় (কালান্তিক) নির্ণয় কর।ক) ৩%খ) ৩.০৪%গ) ২.৯০%ঘ) ২.০৪% ব্যবসায় ঋণের ব্যয়…

Advertisement

 প্রশ্ন ১। জনাব তাবাসসুম একজন সফল ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের উৎপাদিত পন্য ধারে এবং নগদে বিক্রয় হয়।

ধারে বিক্রয়ের শর্ত ২/১০, নিট ৩০। ব্যবসায় ঋণের ব্যয় (কালান্তিক) নির্ণয় কর।
ক) ৩%
খ) ৩.০৪%
গ) ২.৯০%
ঘ) ২.০৪%

ব্যবসায় ঋণের ব্যয় (কালান্তিক) – Periodic Parentage Rate (PPR)
= (CD ÷ 100 – CD) × 100
= (2 ÷ 100 – 2) × 100
= (2 ÷ 98) × 100 = 2.04%

Advertisement

ব্যবসায় ঋণের ব্যয় (বাৎসরিক) – Annual Parentage Rate (PPR)
= (CD ÷ 100 – CD) ×  (360 ÷ CP – DP) × 100
= (2 ÷ 100 – 2) × (360 ÷ 30 – 10) × 100
= (2 ÷ 98) × 18 × 100
= 0.0204 × 18 × 100 = 2.04%

প্রশ্ন ২। একটি মেশিনের ক্রয় মুল্য ৮০,০০০ টাকা, যার ৫ বছর আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য হবে ১০,০০০
টাকা। গড় মূলধন কত?
ক) ৮০,০০০
খ) ৪৫,০০০
গ) ৪০,০০০
ঘ) ৩৫,০০০

স্বল্পমেয়াদী অর্থসংস্থান MCQ
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *