কিভাবে উত্তোলনের সুদ নির্ণয় করা হয় | অংশীদারী ব্যবসায়ের হিসাব

প্রিয় ছাত্রছাত্রীরা, এই লেসনে আমি বিভিন্ন সময়ে উত্তোলনের সুদ নির্ধারণ করার ফর্মূলা নিয়ে আলোচনা করব। উত্তোলনের সুদ বিষয়টি, অংশীদারী ব্যবসায়ের হিসাব, আর্থিক অবস্থার বিবরণীতে প্রায় পাওয়া যায়। তো দেখা যাক, কিভাবে উত্তোলনের সুদ নির্ণয় করা…

Advertisement

প্রিয় ছাত্রছাত্রীরা, এই লেসনে আমি বিভিন্ন সময়ে উত্তোলনের সুদ নির্ধারণ করার ফর্মূলা নিয়ে আলোচনা করব। উত্তোলনের সুদ বিষয়টি, অংশীদারী ব্যবসায়ের হিসাব, আর্থিক অবস্থার বিবরণীতে প্রায় পাওয়া যায়। তো দেখা যাক, কিভাবে উত্তোলনের সুদ নির্ণয় করা হয়।

উত্তোলনের সুদ কী?

আধুনিক হিসাববিজ্ঞানে ব্যবসায় প্রতিষ্ঠান এবং মালিক/ অংশীদারকে আলাদা বিবেচনা করা হয়। এখানে ব্যবসায়কে সম্পূর্ণ আলাদা একটি সত্ত্বা হিসেবে ধরা হয়। যখন কোন মালিক বা অংশীদার নিজ ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে কোন সম্পদ, পন্য ব্যবহার করে বা নগদ অর্থ প্রতিষ্ঠান হতে উত্তোলন করে, তাকে উত্তোলন বলে।

যেহেতু উত্তোলন হচ্ছে মালিককে দেয়া এক ধরণের ঋণের মত, তাই মালিক এই নগদ উত্তোলনের উপর প্রতিষ্ঠানকে সুদ প্রদান করতে হয়। উত্তোলনের উপর এই সুদকে উত্তোলনের সুদ বলা হয়। উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের জন্য একটি আয়।

Advertisement

উত্তোলনের ধরণ কত প্রকার?

সাধারণত ৩ ভাবে উত্তোলন করা হয়, যেমনঃ

  1. Drawing against salary or commission
  2. Drawing against interest on capital
  3. Drawing against share of profits

উত্তোলনের সুদ নির্ণয়

বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র নগদ উত্তোলনের উপর সুদ ধার্য করা হয়। এক্ষেত্রে, উত্তোলনের তারিখ হতে আর্থিক বছরের শেষ তারিখ পর্যন্ত যত সময় বা মাস হয়, তত মাসের উপর নির্দিষ্ট হারে সুদ নির্ণয় করা হয়।

আসুন প্রথমে জেনে নিই, কী কী পদ্ধতিতে উত্তোলনের সুদ নির্ণয় করা হয়।

Advertisement

উত্তোলনের সুদ নির্ণয়ের পদ্ধতি (Methods of Calculating Interest)

মালিক বা অংশীদার প্রতি মাসের শেষে সমপরিমান টাকা উত্তোলন করলে, গড় পদ্ধতি অনুসারে মোট উত্তোলনের উপর ৬ মাসের সুদ ধার্য করা হয়।

তবে, হিসাবকালের বিভিন্ন সময় অসমান বা ভিন্ন ভিন্ন পরিমাণের টাকা উত্তোলন করা হলে, সেই ক্ষেত্রে নিম্মোক্ত ২ পদ্ধতি অনুসারে উত্তোলনের সুদ নির্ণয় করা যায়।

উত্তোলনের সুদ নির্ধারনের দুটি পদ্ধতি হলোঃ

Advertisement

1. Simple Method:

প্রত্যেকটি উত্তোলনের উপর আলাদাভাবে, উত্তোলনের সময় থেকে হিসাবকালের শেষ তারিখ পর্যন্ত সময়ের জন্য সুদ নির্ণয় করা হয়। এই পদ্ধতিতে সুদ নির্ধারণের জন্য সুত্রটি নিম্নরুপঃ

উত্তোলনের-সুদ-নির্নয়

2. Product Method:

এই পদ্ধতিতে,  উত্তোলনের প্রত্যেকটি পরিমাণকে এর সময়কাল (মাস) দিয়ে গুন করে মোট Product নির্ণয় করা হয় এবং বিভিন্ন Products কে যোগ করে Total Products বা উত্তোলনের উপর ১ মাসের সুদ ধরা হয়।

যেহেতু, সুদের সময়কাল (মাস) আগে গুন করা হয়েছে, তাই ১ মাসের সুদ নির্ণয় করলেই, মোট সুদ নির্ণয় করা হবে। এই পদ্ধতিতে সুদ নির্ধারণের জন্য সুত্রটি নিম্নরুপঃ

উত্তোলনের-সুদ-নির্ণয়

Example: During the year 2019, Ahsan, a partner, withdrew following amounts in several times from the firm.

DateAmount
January 315000
July 14000
September 304000
November 302000

Now, calculate the interest on drawings of Ahsan at 5% under Simple and Product method for the year ended on 31st December 2019.

Calculation of Interest under Simple Method:

উত্তোলনের-সুদ-নির্ণয়

Calculation of Interest under Product Method:

Interest on Monthly Drawings (মাসিক উত্তোলনের সুদ)

i) Drawing at the beginning of each month (মাসের শুরুতে উত্তোলন)

এ ধরনের উত্তোলনের ক্ষেত্রে প্রতি মাসের আলাদা আলাদাভাবে সুদ নির্ণয় করা অনেক সময়সাপেক্ষ। তাই এক্ষেত্রে আমরা গড় সময় পদ্ধতি অনুসারে সুদ নির্ণয় করা সহজ। উত্তোলনের সুদের জন্য গড় সময় নির্ণয় করার সুত্র নিম্নরুপঃ

সুদের-সময়কাল-নির্ণয়

ii) Drawing at the middle of each month (মাসের মাঝামাঝিতে উত্তোলন)

প্রতিমাসের মাঝামাঝিতে উত্তোলনের ক্ষেত্রেও উপরের নিয়ম অনুসারে, গড় সময় (Average Period) নির্ণয় করতে হবে। নিচের উদাহরণটি দেখুনঃ

Example: Kiron withdrew 1000 Taka at the middle of each month from business. If the interest rate is 5%, what will be the total interest on drawing of Kiron?

Monthly Drawing: 1000

Yearly Drawing: 1000 x 12 = 12000/-

Interest rate: 5%

এখন আমাদের নির্ণয় করতে হবে, কত মাসের জন্য সুদ ধরতে হবে। আসুন আমরা গড় পদ্ধতি অনুসারে সুদ নির্ণয়ের সময় নির্ণয় করি।

মাসের-মাঝামাঝিতে-উত্তোলনের-সুদ-নির্ণয়

ধরে নিই, কিরণের প্রথম উত্তোলন হচ্ছে, জানুয়ারীর মাঝামাঝি (১৫ তারিখ) এবং হিসাবকাল শেষ হবে ডিসেম্বর মাসে। তাই প্রথম উত্তোলনের পর ডিসেম্বর পর্যন্ত অবশিষ্ঠ মাস হচ্ছে (১১.৫ মাস)। ডিসেম্বর মাসের ১৫ তারিখ শেষ উত্তোলন হলে, উত্তোলন পরবর্তী মাস হচ্ছে, (০.৫ মাস)। সুতরাং গড় সময় হবে, ৬ মাস।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *