অর্থায়নের লক্ষ্যসমূহ অর্জনের উপায়
যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের অর্থসংক্রান্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো ঐ প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। নির্দিষ্ট লক্ষ্যে পৌছানোর জন্য, একটি কোম্পানীর বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থসংস্থান ও লভ্যাংশ বন্টন সিদ্ধান্ত গ্রহণ করা এবং বাস্তবায়ন করা জরুরী। অর্থায়নের…
যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের অর্থসংক্রান্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো ঐ প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। নির্দিষ্ট লক্ষ্যে পৌছানোর জন্য, একটি কোম্পানীর বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থসংস্থান ও লভ্যাংশ বন্টন সিদ্ধান্ত গ্রহণ করা এবং বাস্তবায়ন করা জরুরী।
অর্থায়নের লক্ষ্যসমূহ কী কী
যৌথ মূলধনী কোম্পানীর সর্বজন স্বীকৃত উদ্দেশ্য হচ্ছে ঐ ফার্মের মালিকের বা মালিকদের সার্বিক অর্থনৈতিক কল্যাণ (Economic Welfare) সাধন করা। তাই, কোম্পানীর অর্থায়নের ক্ষেত্রে ২টি লক্ষ্য নির্ধারণ করা হয়।
- মুনাফা সর্বাধিককরণ (Profit Maximization)
- সম্পদ সর্বাধিককরণ (Wealth Maximization)
অর্থায়নের লক্ষ্যসমূহ অর্জনের উপায়
অর্থায়নের লক্ষ্যসমূহ অর্জনের উপায়গুলো নিচে সংক্ষেপে আলোচনা করা হল।
আরও পড়ুন – কোম্পানীর অর্থায়নের কার্যাবলি
মুনাফা সর্বাধিককরণ (Profit Maximization)
- ব্যয় হৃাস – ব্যয় হ্রাস করলে স্বাভাবিকভাবেই মুনাফা বেড়ে যায়। তাই, দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন খরচ এবং প্রশাসনিক ও বিক্রয় খরচ কমিয়ে মুনাফা সর্বাধিকরণ সম্ভব।
- পন্যের মান উন্নয়ন – বিদ্যমান পন্য বা সেবার মান উন্নয়ন ও ভিন্নতা সৃষ্ঠির মাধ্যমে চাহিদা বৃদ্ধি করা যায়। অধিক চাহিদা সৃষ্টি করে অধিক পরিমাণ দ্রব্য উৎপাদন ও বিক্রয় করে মুনাফা সর্বাধিকরণ করা সম্ভব হতে পারে।
সম্পদ সর্বাধিককরণ (Wealth Maximization)
- সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ – কোম্পানী ব্যবস্থাপককে শেয়ারের মূল্য বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এজন্য তিনি, ঝুুঁকি বিবেচনা, অর্থের সময়মূল্য বিবেচনা, ভবিষ্যত নগদ প্রবাহ মূল্যায়ন করবেন।
- সামাজিক দায়বদ্ধতা রক্ষা – সম্পদ সর্বাধিককরণ বলতে প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষ যেমন, পরিচালক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, ব্যাংক, বীমা ও ভোক্তা সকলের স্বার্থ রক্ষা করেই সম্পদ সর্বাধীকরণ করা বোঝায়। তাই, ব্যবস্থাপককে সামাজিক দায়বদ্ধতা রক্ষাকল্পেই অর্থনৈতিক, বিনিয়োগ ও লভ্যাংশ নীতি গ্রহণ করতে হবে।
উপরোক্ত ২ টি লক্ষ্য অর্থাৎ মুনাফা ও সম্পদ সর্বাধিকরণ অর্জন করতে পারলেই একটি কোম্পানীর সার্বিক লক্ষ্য অর্জিত হবে।
আরো পড়তে পারেন-
- কোম্পানীর অর্থায়নের কার্যাবলি
- যৌথ মূলধনি কোম্পানির অর্থায়নের নীতিসমূহ
- সরকারি ও যৌথ মূলধনী কোম্পানীর অর্থায়নের ধারণা ও পার্থক্য