অর্থায়নের লক্ষ্যসমূহ অর্জনের উপায়

যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের অর্থসংক্রান্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো ঐ প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। নির্দিষ্ট লক্ষ্যে পৌছানোর জন্য, একটি কোম্পানীর বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থসংস্থান ও লভ্যাংশ বন্টন সিদ্ধান্ত গ্রহণ করা এবং বাস্তবায়ন করা জরুরী। অর্থায়নের…

Advertisement

যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের অর্থসংক্রান্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো ঐ প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। নির্দিষ্ট লক্ষ্যে পৌছানোর জন্য, একটি কোম্পানীর বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থসংস্থান ও লভ্যাংশ বন্টন সিদ্ধান্ত গ্রহণ করা এবং বাস্তবায়ন করা জরুরী।

অর্থায়নের লক্ষ্যসমূহ কী কী

যৌথ মূলধনী কোম্পানীর সর্বজন স্বীকৃত উদ্দেশ্য হচ্ছে ঐ ফার্মের মালিকের বা মালিকদের সার্বিক অর্থনৈতিক কল্যাণ (Economic Welfare) সাধন করা। তাই, কোম্পানীর অর্থায়নের ক্ষেত্রে ২টি লক্ষ্য নির্ধারণ করা হয়।

  1. মুনাফা সর্বাধিককরণ (Profit Maximization)
  2. সম্পদ সর্বাধিককরণ (Wealth Maximization)

অর্থায়নের লক্ষ্যসমূহ অর্জনের উপায়

অর্থায়নের লক্ষ্যসমূহ অর্জনের উপায়গুলো নিচে সংক্ষেপে আলোচনা করা হল।

Advertisement

আরও পড়ুন – কোম্পানীর অর্থায়নের কার্যাবলি

মুনাফা সর্বাধিককরণ (Profit Maximization)

  • ব্যয় হৃাস – ব্যয় হ্রাস করলে স্বাভাবিকভাবেই মুনাফা বেড়ে যায়। তাই, দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন খরচ এবং প্রশাসনিক ও বিক্রয় খরচ কমিয়ে মুনাফা সর্বাধিকরণ সম্ভব।
  • পন্যের মান উন্নয়ন – বিদ্যমান পন্য বা সেবার মান উন্নয়ন ও ভিন্নতা সৃষ্ঠির মাধ্যমে চাহিদা বৃদ্ধি করা যায়। অধিক চাহিদা সৃষ্টি করে অধিক পরিমাণ দ্রব্য উৎপাদন ও বিক্রয় করে মুনাফা সর্বাধিকরণ করা সম্ভব হতে পারে।

সম্পদ সর্বাধিককরণ (Wealth Maximization)

  • সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ – কোম্পানী ব্যবস্থাপককে শেয়ারের মূল্য বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এজন্য তিনি, ঝুুঁকি বিবেচনা, অর্থের সময়মূল্য বিবেচনা, ভবিষ্যত নগদ প্রবাহ মূল্যায়ন করবেন।
  • সামাজিক দায়বদ্ধতা রক্ষা –  সম্পদ সর্বাধিককরণ বলতে প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষ যেমন, পরিচালক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, ব্যাংক, বীমা ও ভোক্তা সকলের স্বার্থ রক্ষা করেই সম্পদ সর্বাধীকরণ করা বোঝায়। তাই, ব্যবস্থাপককে সামাজিক দায়বদ্ধতা রক্ষাকল্পেই অর্থনৈতিক, বিনিয়োগ ও লভ্যাংশ নীতি গ্রহণ করতে হবে।

উপরোক্ত ২ টি লক্ষ্য অর্থাৎ মুনাফা ও সম্পদ সর্বাধিকরণ অর্জন করতে পারলেই একটি কোম্পানীর সার্বিক লক্ষ্য অর্জিত হবে।

আরো পড়তে পারেন-

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *