শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের উপকারিতা

আপনি কি জানেন শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের উপকারিতা কত বেশি? মোবাইল ফোন শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা পালন করে চলছে।

Advertisement

মোবাইল ব্যবহার করে E Learning ব্যবস্থা আরো উন্নত হচ্ছে এবং ছাত্র ছাত্রীরা ঘরে বসেই শিক্ষা অর্জন করতে সক্ষম হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের উপকারিতা।

শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের উপকারিতা

শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের উপকারিতা হচ্ছে বিভিন্ন তথ্য সংগ্রহ, E Learning, Online Courses, Educational App Download, শিক্ষামূলক কনটেন্ট ডাউনলোড, বিভিন্ন ভাষা শিক্ষা বা ট্রান্সলেশন করা ইত্যাদি। এছাড়া Smartphone শিক্ষা ক্ষেত্রে ছাত্রছাত্রীদের Internet Browsing সহ বিভিন্ন শিক্ষামূলক কাজে সাহায্য করে।

চলুন শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহার গুলো বিস্তারিত জেনে নেয়া যাক।

Advertisement
  • ইন্টারনেট হলো তথ্যের ভান্ডার। মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে পারে এবং তথ্য সংগ্রহ করতে পারে।
  • মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা  সহজে অনলাইনে জ্ঞান অর্জন করতে পারছে যা ই-লার্নিং হিসেবে পরিচিত।
  • বর্তমানে অনলাইন কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারছে।
  • মোবাইলে প্লে স্টোর থেকে বিভিন্ন শিক্ষামূলক Learning App Download করে তারা বাড়তি জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে।
  • সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা  শিক্ষকদের সাথে যে কোন সময়ে কথা বলতে পারছে এবং তথ্য আদান-প্রদান করতে পারছে।
  • ভিডিও, পডকাস্ট ইত্যাদি মাল্টিমিডিয়া শিক্ষা ক্ষেত্রে ব্যবহারের ফলে পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে।
  • ছাত্রছাত্রীরা অনলাইনে বিভিন্ন দেশের ভাষা শিখতে পারছে এবং ভাষা অনুবাদ করতে সক্ষম হচ্ছে।
  • শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারের ফলে এখন অনলাইনে এই পরীক্ষার ফলাফল দেখা সম্ভব হচ্ছে।

শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের উপকারিতা 

শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের উপকারিতা। ই লার্নিং সুবিধা, ঘরে বসে ক্লাস করা, অনলাইন কোর্স এর মাধ্যমে জ্ঞানার্জন করা, বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে পড়ালেখা করা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্রি ক্লাস করা ইত্যাদি উপকার শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে পাওয়া যায়।

চলুন জেনে নেয়া যাক শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের উপকারিতা সমূহ:

১.অনলাইনে ক্লাস করা   

মোবাইল এবং ইন্টারনেট কানেকশন ব্যবহারের মাধ্যমে আজকাল বিদ্যালয়ের না গিয়েও শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারে।

Advertisement

Zoom Meeting অথবা Google Meet অ্যাপের মাধ্যমে ঘরে বসে শিক্ষার্থীরা অনলাইনের ক্লাস করতে পারে এবং শিক্ষরাও ঘরে বসে শিক্ষার্থীদের পড়াতে সক্ষম হয়। 

এভাবে শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই ক্লাসে অংশগ্রহণ করতে সক্ষম হচ্ছে। 

২. অনলাইন কোর্স করা

ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য আজকাল অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স করানো হয়ে থাকে। অনেক ছাত্র-ছাত্রী Coaching Center না গিয়ে বাড়িতে বসেই পড়ালেখা করতে পছন্দ করে। এক্ষেত্রে তারা অনলাইন কোর্সের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। 

Advertisement

কোচিং সেন্টার বা গৃহশিক্ষক ছাড়াও অনলাইন কোর্স করার মাধ্যমে তারা ঘরে বসেই বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারছে।

৩. ই-লার্নিং সুবিধা 

অনেক শিক্ষার্থী আছে যারা পরিবারের অসচ্ছলতার কারনে বই কিনতে পারে না; অন্যের থেকে বই ধার নিয়ে পড়ালেখা করে।

এ সকল অসহায় শিক্ষার্থীদের জন্য অনলাইনে ই-বুক ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা বই না কিনেই অনলাইন থেকে বই পড়তে পারবে। E Learning সুবিধার জন্য বই না কিনেও মোবাইলের মাধ্যমে E Book Download করে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারে।

৪. অনলাইনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করা 

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে না গিয়ে বিভিন্ন পরীক্ষার Registration করা, বেতন দেওয়া, পরীক্ষার ফি প্রদান, ফলাফল বের করা ইত্যাদি এখন ঘরে বসে মোবাইলের মাধ্যমে করা সম্ভব। 

মোবাইলের মাধ্যমে অনলাইনেই এ সকল একাডেমিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব এবং বিভিন্ন Mobile Banking এর মাধ্যমে বেতন, Exam Fee ইত্যাদি প্রদান করা সম্ভব।

শিক্ষা ক্ষেত্রে মোবাইল ব্যবহারের ফলে পরীক্ষার রেজিস্ট্রেশন করা, বেতন দেওয়া, ফি প্রদান করা এ সকল একাডেমিক কার্যক্রম অনলাইনেই করা সম্ভব হয়েছে। 

৫. শিক্ষামূলক অ্যাপ ডাউনলোড করা

মোবাইল ব্যবহার করে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ ডাউনলোড করে এখন সেখান থেকে জ্ঞান অর্জন করা সম্ভব হচ্ছে। 

প্লে স্টোরে আজকাল বিভিন্ন বিষয়ের বিভিন্ন ধরনের শিক্ষামূলক অ্যাপ পাওয়া যায় যার মাধ্যমে শিক্ষক ছাড়াও ঘরে বসে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা যায়।

৬. সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে শিক্ষা গ্রহন 

অনেক শিক্ষার্থীরা অর্থের অভাবে কোচিং সেন্টারে ভর্তি হতে পারে না আবার গৃহ শিক্ষকের কাছে পড়তে পারে না।

তবে মোবাইল ফোন ব্যবহার করে এখন শিক্ষার্থীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন – ইউটিউব, ফেসবুক এ ফ্রি ভিডিও এবং অনেক ফ্রি কোর্সের মাধ্যমে শিক্ষা গ্রহন করতে পারছে।

অনেক কোচিং সেন্টার এবং টিউটররা ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দানের ভিডিও বানিয়ে আপলোড করে যা বিনা মূল্যে ব্যবহার করে একজন শিক্ষার্থী খুব সহজে ঘরে বসে শিক্ষা গ্রহন করতে পারবে।

৭. শিশুদের হাতে খড়ি

বর্তমানে শিশুরাও অনেক বেশি মোবাইল ইন্টারনেটের উপর নির্ভর হয়ে পড়েছে। ইউটিউবে বিভিন্ন শিক্ষামূলক কার্টুন ভিডিও এর মাধ্যমে শিশুরাও এখন বর্নমালার পরিচয়, কবিতা শেখা, গানের মাধ্যমে কবিতা শেখা ইত্যাদি হাতে খড়ি পাচ্ছে।

তারা ভিডিও এর মাধ্যমে এগুলো দেখে নিজে নিজেই বিভিন্ন শিক্ষামূলক বিষয় আনন্দের সাথে শিখতে পারছে। এভাবে মোবাইল ফোন ব্যবহার করে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ভাবে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে।

ছাত্র জীবনে মোবাইল ব্যবহারের উপকারিতা

ছাত্র জীবনে মোবাইল ব্যবহার করে পড়ালেখা করার পাশাপাশি অনলাইনে শিক্ষকদের সাথে যোগাযোগ করা, অর্থ উপার্জন করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তথ্য আদান প্রদান করা ইত্যাদি বিভিন্ন উপকার পাওয়া যায়। 

এখন আমরা ছাত্র জীবনে মোবাইল ব্যবহারের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানব। 

  • ছাত্র জীবনে মোবাইল ব্যবহার করে অনলাইনেই বিনামূল্যে পড়ালেখা করা সম্ভব।
  • ছাত্র জীবনে মোবাইল ব্যবহার করে পড়ালেখার পাশাপাশি একজন ছাত্র অর্থ উপার্জন করতেও সক্ষম হচ্ছে।
  • মোবাইল ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা এবং বিভিন্ন তথ্য আদান প্রদান করাও সহজ হয়েছে।
  • অনলাইনে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখে তারা জীবনে উন্নতি করার পথ খুঁজে পাচ্ছে।

এভাবেই ছাত্র জীবনে মোবাইলের ব্যবহার বিভিন্ন উপকারি ভূমিকা পালন করে চলছে।

শেষ কথা

মোবাইল আমাদের দৈনন্দিন জীবনের মতো শিক্ষা ক্ষেত্রেও বেশ উপকারি ভূমিকা পালন করছে। মোবাইলের ব্যবহার শিক্ষা ক্ষেত্রের প্রসার ঘটাতে সাহায্য করছে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে সহায়তা করছে এবং একই সাথে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আকর্ষণ বৃদ্ধি করছে।

তবে উপকারিতার পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক ও রয়েছে অনেক। তাই মোবাইলের খারাপ দিকগুলো এড়িয়ে চলে মোবাইল ফোনের ভালো দিক গ্রহণ করা উচিত।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *