আন্তর্জাতিক বাণিজ্যে সর্বাধিক পছন্দসই দেশ বলতে কি বোঝায়?

আন্তর্জাতিক  বাণিজ্যে সর্বাধিক পচ্ছন্দসই দেশ বলতে বোঝায় এমন দেশ যে দেশে আন্তর্জার্তিক বাণিজ্যের বিভিন্ন শর্তাবলী, নিয়ম-কানুন অন্যান্য দেশের তুলনায় খুবই সহজ ও সুবিধাজনক। আসুন বিস্তারিত জানি। আন্তর্জাতিক বানিজ্য কী? সরকারি বা বেসরকারিভাবে দুটি বা তার অধিক…

Advertisement

আন্তর্জাতিক  বাণিজ্যে সর্বাধিক পচ্ছন্দসই দেশ বলতে বোঝায় এমন দেশ যে দেশে আন্তর্জার্তিক বাণিজ্যের বিভিন্ন শর্তাবলী, নিয়ম-কানুন অন্যান্য দেশের তুলনায় খুবই সহজ ও সুবিধাজনক। আসুন বিস্তারিত জানি।

আন্তর্জাতিক বানিজ্য কী?

সরকারি বা বেসরকারিভাবে দুটি বা তার অধিক দেশের মধ্যে পন্য বা সেবার ক্রয় বিক্রয় বা বিনিময় ব্যবস্থাই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বা আমদানী রপ্তানি বাণিজ্য।

আন্তর্জাতিক বাণিজ্যে সর্বাধিক পছন্দসই দেশ

যে  দেশে পন্য আমদানী বা রপ্তানি করা অন্যান্য দেশের তুলনায় সর্বাধিক সহজ, সে দেশই সর্বাধিক পছন্দসই দেশ হতে পারে। অর্থাৎ, যেই দেশের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বিবেচিত বিভিন্ন বিষয়গুলো সহজ থাকে, আমরা সেই দেশগুলোকেই পন্য আমদানী বা রপ্তানির জন্য পচ্ছন্দ করে থাকি।

Advertisement

সর্বাধিক পছন্দসই দেশ হওয়ার জন্য, একটি দেশের নিম্মোক্ত বৈশিষ্ঠগুলো থাকা দরকার।

  1. আমদানি বা রপ্তানিকৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত কর বা Customs Duty তুলনা মূলক কম থাকবে ।
  2. আমদানি বা রপ্তানির জন্য প্রচুর পরিমাণে প্রক্রিয়াজাত করন এলাকা থাকতে হবে ।
  3. অনুমোদিত পন্যের ক্ষেত্রে আমদানি বা রপ্তানির ক্ষেত্রে সরকারি বা বেসরকারি বাধা থাকবে না ।
  4. একাধিক সুবিধাজনক স্থানে জল বা স্থল বন্দর থাকবে
  5. তাছাড়া, দেশের রাজনৈতিক, প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ স্থির থাকবে ।

আশাকরি, আপনারা এবার বুঝতে পেরেছেন, কিভাবে একটি দেশ আন্তর্জাতিক বাণিজ্যে সর্বাধিক পছন্দসই দেশ হতে পারে।

ইনশাল্লাহ, আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *