সেরা ১০ ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স | 10 Best Free Spoken English Courses 2023

এখন অনলাইনে বিভিন্ন ফ্রি কোর্স এবং YouTube Channel থেকেই আপনার Speaking দক্ষতা বাড়াতে পারেন। দেখুন সেরা ১০ ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স ২০২৩।

Advertisement

মাতৃভাষার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য একটি গুরুত্বপূর্ণ ভাষা হলো ইংরেজি। আমাদের দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছোটবেলা থেকেই মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষার চর্চা করানো হয়।

দৈনন্দিন জীবনে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষার ব্যবহার করা হলেও আমাদের সমাজের অধিকাংশ মানুষের মধ্যেই ইংরেজিতে কথা বলা এবং ইংরেজিতে লেখালেখি করার দক্ষতার অভাব দেখা যায়।

এক্ষেত্রে স্পোকেন ইংলিশ কোর্স ইংরেজি ভাষায় লেখা এবং কথা বলার দক্ষতার যে অভাব তা পূরণ করতে সাহায্য করে।

Advertisement

তাই আমরা আপনাদের জন্য সেরা ১০টি বিনামূল্যে ইংরেজি শেখার কোর্স নির্বাচন করেছি এবং এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানবো।

১০টি ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স

অনলাইনে বিভিন্ন ধরনের পেইড এবং ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স রয়েছে যার মাধ্যমে আপনারা ঘরে বসেই অনলাইনে ইংরেজি শিখতে পারবেন।

তবে আজকে আমরা অনলাইনে বিনামূল্যে ইংরেজি শিখার বাছাইকৃত কয়েকটি সেরা কোর্স যেমন, British Council, Hello English, The Mentors Tutorial, সহ আরও কিছু ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করবো।

Advertisement

আরও পড়ুন:

১. Hello English মোবাইল অ্যাপ

বর্তমানে ইংলিশ স্পোকেন কোর্সের জন্য অনলাইনে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ রয়েছে তবে এদের মধ্যে একটি অন্যতম ইংরেজি শিখার অ্যাপ হলো হ্যালো ইংলিশ মোবাইল অ্যাপ।

Hello English ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স

হ্যালো ইংলিশ অ্যাপ এর মাধ্যমে আপনারা ইংরেজি রিডিং, গ্রামার, ট্রান্সলেশন, ভোকাবুলারি ইত্যাদি বিষয়ের উপর চর্চা করতে পারবেন এবং ছোট ছোট টেস্টের মাধ্যমে আপনার ভুলগুলো খুঁজে বের করতে পারবেন।

Advertisement

Hello English অ্যাপের বৈশিষ্ঠ্যগুলো হলো:

  • Hello English অ্যাপ ২০১৬ সালে Google Play Store এ সেরা অ্যাপ হিসেবে নির্বাচিত হয় এবং এর মাধ্যমে খুব সহজেই ইংরেজি শেখা যায়।
  • এই অ্যাপ দিয়ে ইংরেজি ভাষায় বিভিন্ন টপিকের উপর আলোচনা এবং চর্চা করা যায়।
  • এই অ্যাপের মাধ্যমে অভিজ্ঞ ইংরেজি শিক্ষকদের সাথে যোগাযোগ করা যায়।
  • ইংরেজি টপিকে ছোট থেকে বড় যে কোন ধরনের ভুল তুলে ধরা হয় এবং সমাধান করে দেয়া হয়।
  • এই অ্যাপে প্রায় ১০ হাজার শব্দের একটি বিশাল ডিকশনারি রয়েছে যার মাধ্যমে ইংরেজি ভোকাবুলারি উন্নত করা যায়।

Hello English অ্যাপ ডাউনলোড লিংক: Hello English

২. ইংরেজি শিখুন- British Council

ইংল্যান্ড সরকারের পক্ষ থেকে বিশ্বব্যাপী British Council থেকে ইংরেজি ভাষার ‍Standard ধরে রাখা এবং ইংরেজি শিক্ষা কার্যক্রম চালানো হয়। বাংলাদেশে ও British Council তাদের কার্যক্রম পরিচালা করছে।

ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স

এখানে কিছু ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স ও Learning Material রয়েছে। এছাড়া একদম নামমাত্র মাসিক ফিতে ও কিছু কোর্স রয়েছে। দেখুন- British Council Free Spoken English Course

British Council এর কোর্সগুলোতে মূলত Pronunciation (উচ্চারন), English Grammar, ও শুদ্ধভাবে ইংরেজি বলার উপর জোর দেয়া হয়। যারা, IELTS দিবেন বা বিদেশে পড়াশুনা ও কাজের জন্য যাবেন তারা এই Learning Material গুলো ব্যবহার করতে পারেন।

এখানে Video এবং Audio Speaking লেসন আছে, যেগুলো আপনার Listening and Speaking দক্ষতা দ্রুত বাড়াতে সাহায্য করবে।

এটি একটি অনলাইন ভিত্তিক কোর্স যা আপনারা ফ্রিতে অথবা স্বল্পমূল্যে ক্রয় করে ইংরেজিতে উচ্চমানের দক্ষতা অর্জন করতে পারবেন।

৩. The Mentors Tutorial

ইউটিউব থেকে যদি ইংলিশ স্পোকেন কোর্স করতে চান তাহলে আপনারা চলে যেতে পারেন The Mentors Tutorial নামক ইউটিউব চ্যানেলে যেখানে একজন অভিজ্ঞ ইংরেজি শিক্ষক মজার ছলে ছলে ইংরেজি শিখিয়ে থাকেন।

এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 737k এবং ভিডিও রয়েছে প্রায় ৭৯৪টি।  এই চ্যানেলের শিক্ষক ইংরেজি ভাষার ব্যবহার, গ্রামার, কথোকপণ, বাক্য গঠন, ভোকাবুলারি ইত্যাদি হাস্য-রসিকতার মাধ্যমে শিখিয়ে থাকেন।

ইংরেজির বিভিন্ন টপিকে দক্ষ হওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং প্র্যাকটিক্যালি ইংরেজি ভাষা শিখতে পারবেন।

৪. Bangla to English Speaking Course

ইউটিউব এর মাধ্যমে ইংরেজি শেখার আরো একটি জনপ্রিয় এবং অন্যতম চ্যানেল হলো Bangla to English Speaking course যার বর্তমান সাবস্ক্রাইবার এর সংখ্যা 2.68M এবং ভিডিও রয়েছে প্রায় 1.2k।

এই চ্যানেলে ১৫ দিনের একটি বেসিক ইংলিশ স্পোকেন কোর্স করানো হয় এবং নিয়মিত এর ভিডিও গুলো ফলো করলে আপনারা খুব দ্রুত ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করতে পারবেন।

এই চ্যানেলের ভিডিও গুলো দেখে ইংরেজি চর্চা করলে কয়েক মাসের মধ্যেই ইংরেজির বেসিক বিষয় ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করা সম্ভব।

৫. Aleena Rais Live

ইংরেজি শেখার জন্য আমার পছন্দের একটি ইউটিউব হচ্ছে Aleena Rais Live যেটি একটি Indian YouTube চ্যানেল। আপনারা যারা মোটামুটি হিন্দি ভাষা বুঝে থাকেন, তারা এই চ্যানেলটি ফলো করে ইংরেজিতে ভাল Communication Skills বাড়াতে পারেন।

এই চ্যানেলে, English Vocabulary, Pronunciation, Easy Speaking Techniques নিয়ে খুব ভাল ভিডিও শেয়ার করা হয়।

আমি আশা করি, এখানে আপনার দৈনন্দিন ব্যবহার্য্য বাক্যগুলো শিখে, অনেক তাড়াতাড়ি Spoken English রপ্ত করতে পারবেন। দেখুন- Aleena Rais Live

৬. Adi’s Teaching

যেকোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়াই বিনামূল্যে ইংরেজি শিখতে চাইলে Adi’s Teaching ইউটিউব চ্যানেলটি আপনি ফলো করতে পারে।

এই চ্যানেলের ভিডিও গুলো নিয়মিত ফলো করলে আপনি ইংরেজিতে বাক্য গঠন, কথা বলা, লেখালেখি, গ্রামার, ভোকাবুলারি ইত্যাদিতে খুব কম সময়ের মধ্যে দক্ষতা অর্জন করতে পারবেন।

এই চ্যানেলের ভিডিও গুলো দেখে নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করলে তা আপনার ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে।

৭. Great Learning Academy

আপনি কি অনলাইনে ফ্রিতে ইংলিশ স্পোকেন এর একটি ফুল কোর্স করে সার্টিফিকেট নিতে পারবেন Great Learning Academy থেকে।

এই ওয়েবসাইটের মাধ্যমে ইংরেজিতে পার্সোনাল এবং প্রফেশনালভাবে কথোকপন করা, বাক্য গঠন, ইংরেজি গ্রামার, ইংলিশ ভোকাবুলারি ইত্যাদি বিভিন্ন বিষয়ে খুবই নিখুঁতভাবে দক্ষতা অর্জন করা যায়।

এটি একটি সম্পূর্ণ ফ্রি কোর্স এবং কোর্স শেষ করার পর Great learning Academy এর পক্ষ থেকে একটি সার্টিফিকেটও প্রদান করা হয়। দেখুন Great Leaning Academy এর Free Spoken English Course

৮. BBC Janala ইংলিশ কোর্স

ঘরে বসে অনলাইনে বিনামূল্যে ইংরেজি শেখার আরও একটি কোর্স হচ্ছে BBC Janala English Course। অনেকগুলো Paid English Course এর পাশাপাশি একটি Free Course ও রয়েছে। এই ফ্রি কোর্স থেকেও আপনি অনেক Basic অনেক কিছুই শিখতে পারবেন।

আপনারা হয়তো জেনে থাকবেন যে, BBC হচ্ছে একটি আন্তজার্তিক সংবাদ মাধ্যম। BBC বাংলাদেশের Ghoori Learning প্রতিষ্ঠানের সাথে ইংলিশ কোর্স চালু করেছে। তারা কোর্স শেষে একটি সার্টিফিকেট প্রদান করে।

৯. Duolingo মোবাইল অ্যাপ

বর্তমানে অনলাইনে অধিক জনপ্রিয় একটি ইংরেজি শেখার অ্যাপ হলো Duolingo মোবাইল অ্যাপ এবং এই অ্যাপে প্রতিদিন ৫ মিনিট করে সময় দিয়ে ইংরেজিতে খুব ভালো দক্ষতা অর্জন করা সম্ভব।

Duolingo মোবাইল অ্যাপের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এগুলো হলো:

  • এই অ্যাপের মাধ্যমে ইংরেজি সহ আরো বিভিন্ন দেশের ভাষা শেখা যায়।
  • এই অ্যাপ থেকে ইংরেজি শেখার জন্য প্রতিদিন ৫ মিনিট করে সময় দিলেই যথেষ্ট।
  • ছোট ছোট টেস্টের মাধ্যমে ইংরেজি ভাষার চর্চা করা যায়।
  • যেকোনো ধরনের ইংরেজি শব্দ, শব্দের অর্থ, বাক্য গঠন, ইংরেজিতে কথা বলা, গ্রামার ইত্যাদি এই অ্যাপের মাধ্যমে শেখা যায়।
  • এই অ্যাপে রয়েছে একটি বিশাল ইংরেজি ডিকশনারি যার মাধ্যমে যেকোন ইংরেজি শব্দের অর্থ খুঁজে পাওয়া সম্ভব।
  • বিনামূল্যে প্লে স্টোর থেকে এই ভাষা শিক্ষার অ্যাপটি ডাউনলোড করা যায়।

১০. গ্লো এন্ড লাভলী ক্যারিয়ার (Glow and Lovely Career)

ইউনিলিভার বাংলাদেশ কর্তৃক শুধুমাত্র নারীদের জন্য গ্লো এন্ড লাভলী ক্যারিয়ার নামক একটি Career Guide ওয়েবসাইট চালু করেছে। এখানে কয়েকটি ফ্রি অনলাইন ইংরেজি কোর্স তৈরি করা হয়েছে যেগুলো আপনি করতে পারেন।

গ্রাম থেকে শহর পর্যন্ত যে সকল নারীরা ইংরেজি শিক্ষায় পিছিয়ে পড়েছে তাদের ইংরেজি শিখিয়ে ক্যারিয়ার উজ্জ্বল করার জন্য এবং স্বাবলম্বী করার জন্য বিনামূল্যে এই কোর্সটি করানো হয়ে থাকে।

অনলাইনে এই ফ্রী কোর্সটি করার পর কোর্সে অংশগ্রহণকারী সকল নারীকে ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে একটি সার্টিফিকেটও প্রদান করা হয়।

অনলাইনে বিনামূল্যে ইংলিশ স্পোকেন কোর্স করার ক্ষেত্রে আপনারা উপরোক্ত ১০টি সেরা কোর্স করে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন।

অনলাইনে ইংরেজি শিখার গুরুত্ব

বর্তমান যুগে ইংরেজি ভাষা কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের অজানা নয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রেই ইংরেজি ভাষা জানা এবং ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা থাকা খুবই গুরুত্বপূর্ণ।

সরকারি বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানেই চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতার উপর গুরুত্ব দেয়া হয় কারণ ইংরেজি হলো আমাদের আন্তর্জাতিক ভাষা।

দেশ বিদেশে ভ্রমণের বা কাজের উদ্দেশ্যে গমনের ক্ষেত্রেও ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষতা থাকা খুবই গুরুত্বপূর্ণ।

বর্তমানে ইংরেজি শেখার জন্য অনলাইন প্লাটফর্ম গুলোই যথেষ্ট এবং অনলাইনের মাধ্যমে আপনারা ঘরে বসেই ইংরেজি শিখতে পারবেন।

অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স, ইউটিউব ভিডিও, বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে বিনামূল্যে ইংরেজি শেখার সুযোগ থাকে যা অফলাইনে কোনো ইংরেজি শেখার প্রতিষ্ঠানে পাওয়া যায় না।

তাই যেকোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়াই ঘরে বসে  ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জন করার জন্য অনলাইনে ইংরেজি শেখার গুরুত্ব অনেক বেশি।

কিভাবে ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধি করবেন

ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো English listening করা বা ইংরেজি কথা শোনার অভ্যাস করা।

ইংরেজিতে কথা বলার সময় বিভিন্ন শব্দ, গ্রামার, অভিব্যক্তি ইত্যাদি আমাদের কাছে কঠিন মনে হয় যার ফলে সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলা সম্ভব হয় না।

তাই ইংরেজি ভাষায় কথা বলার জন্য আপনাদের বিভিন্ন ইংলিশ গ্রুপ আলোচনা, পার্সোনাল এবং প্রফেশনাল কথোকপন ইত্যাদি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন ইত্যাদির অভিব্যক্তিগুলো আলাদা আলাদাভাবে বোঝার চেষ্টা করতে হবে।

আপনি যদি বেশি বেশি English listening করেন তাহলেই আপনি ইংরেজিতে কথা বলায় পারদর্শী হতে পারবেন।

ইংরেজি ব্যাকরণ এবং লেখার দক্ষতা অর্জন করার উপায়

ইংরেজি ব্যাকরণ এবং লেখার দক্ষতা অর্জন করার জন্য আপনাকে প্রতিদিন স্পষ্ট এবং কার্যকর ভাবে ইংরেজি লেখার অভ্যাস করতে হবে এবং আপনার ইংরেজির গ্রামাটিক্যাল ভুলগুলো খুঁজে বের করতে হবে।

TOEFL, IELTS ইত্যাদি অতিরিক্ত ইংরেজি অনলাইন ক্লাস করার মাধ্যমে আপনারা ইংরেজি ব্যাকরণে দক্ষতা অর্জন করতে পারবেন এবং ইংরেজি লেখার ক্ষেত্রে পারদর্শী হতে পারবেন।

সঠিক শব্দ, বিরাম চিহ্ন, অনুচ্ছেদ গঠন, ইত্যাদি সঠিকভাবে ব্যবহারের দক্ষতা অর্জন করার মাধ্যমে আপনারা ইংরেজি লেখায় সাবলীলতা আনতে পারবেন।

শেষ কথা

ইংরেজি বিশ্বব্যাপী একটি আন্তর্জাতিক ভাষা যা প্রবল ইচ্ছাশক্তি ছাড়া শেখা কোনভাবেই সম্ভব নয়। প্রবল ইচ্ছা শক্তি থাকলে প্রতিদিন একটু একটু করে ইংরেজি প্র্যাকটিস করার মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা সম্ভব।

তাই ইংরেজি ভাষা শিখার জন্য আপনাদের থাকতে হবে প্রবল ইচ্ছা এবং প্রতিদিন অনুশীলন করার মন মানসিকতা।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *