ইংরেজি বানান শেখার ৭ সহজ উপায়

ইংরেজি বানান মনে রাখা একটু কঠিন কাজ। সহজেই কিছু টিপস অনুসরণ করে ইংরেজি শুদ্ধ বানান শিখতে পারবেন। জেনে নিন ইংরেজি বানান শেখার সহজ উপায়গুলো কি।

Advertisement

ইংরেজি আমাদের অতি চাহিদাপূর্ণ একটি ভাষা। এতে দক্ষতা অর্জন করতে পারলে দেশে এবং দেশের বাইরেও উন্নতি করা সম্ভব। আজকের আলোচনায় আমরা ইংরেজি বানান শেখার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানব। 

ইংরেজি বানান উচ্চারণ

ইংরেজি বানান উচ্চারণ বলতে ইংরেজি ভাষার স্বাভাবিক উচ্চারণ নিয়ম বা ধ্বনিগত নীতি অনুসরণ না করে তাদের বানানের উপর ভিত্তি করে শব্দের উচ্চারণ করাকে বোঝায়। 

সাধারণ উচ্চারণ যেমনই হোক না কেন শব্দের বানান অনুযায়ী উচ্চারণে পরিবর্তন ঘটে থাকে। ইংরেজিতে এমন অনেক শব্দ আছে যাদের বানানের পদ্ধতি জটিল ও এতে অনিয়ম দেখা যায়। অর্থাৎ এমন অনেক শব্দের উদাহরণ রয়েছে যাদের উচ্চারণ বানানের সাথে মিলে না।

Advertisement

উদাহরণ হিসেবে ধরা যাক ‘Colonel’ শব্দটির উচ্চারণ হয় “ker-nl”। এখানে বানানে ‘ O’ শব্দটিকে নিস্ক্রিয় ধরা হয়। আবার ‘Wednesday’ শব্দটি “wenz-dei” উচ্চারিত হয় যেখানে বানান অনুযায়ী এর উচ্চারণ হয় “Wed-nes-day”।

ইংরেজি বানানের উচ্চারণ অনেক সময়ই মূল উচ্চারণের থেকে আলাদা হয়ে থাকে। যেমন ‘Chassis’ শব্দটি উচ্চারিত হয়ে থাকে “sha-see” যা এর বানানের থেকে সম্পূর্ণ আলাদাভাবে উচ্চারিত হয়।

ইংরেজি ভাষার বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম মেনে চলে যা শিক্ষার্থীদের জন্য বিভ্রান্তির কারণ হতে পারে। তাই ইংরেজি বানান উচ্চারণের জন্য এর নির্দিষ্ট, ব্যতিক্রম ও অনিয়ম গুলো মনে রাখা গুরুত্বপূর্ণ।  

Advertisement

আরও পড়ুন- ইংরেজি শেখার ১০টি সহজ উপায়

ইংরেজি বানান শেখার সহজ উপায়

একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি খুবই জনপ্রিয় একটি ভাষা। আমাদের দেশে ইংরেজি ভাষা শেখার চাহিদা আজকাল অনেক বেশি। কিছু সহজ পদক্ষেপ গ্রহন করে অল্প সময়েই ইংরেজি বানান শেখা সম্ভব। 

চলুন ইংরেজি বানান শেখার সহজ উপায় সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisement

১. বেসিক দিয়ে শুরু করুন

ইংরেজি বানান শুদ্ধ ও সাবলীল করার জন্য এর মৌলিক নিয়মগুলো আগে শেখা উচিত।

ইংরেজি ভাষা শেখার এবং বানান শুদ্ধ করার জন্য এর বেসিক অর্থাৎ বর্ণমালা, সংখ্যা, সাধারণ শুভেচ্ছা এবং মৌলিক শব্দগুলো আয়ত্ত করে এর ভিত্তি শক্ত করে গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি ভাষার দক্ষতা এর বানান ও উচ্চারণের শুদ্ধতার উপর অনেকাংশেই নির্ভরশীল।

২. কথা বলার অভ্যাস করুন

ভাষা শিক্ষা এবং বানান শুদ্ধভাবে শেখার একটি অন্যতম উপায় হলো প্রতিদিন ইংরেজি কথা বলার অভ্যাস করা।

ইংরেজি বানানের শুদ্ধতার জন্য কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন ইংরেজিতে কথা বলা, কথোপকথন করা, বানান উচ্চারণ করা ইত্যাদির মাধ্যমে ইংরেজি বানান সহজেই শেখা সম্ভব। 

৩. শোনা ও পুনরাবৃত্তি করুন

স্থানীয় ইংরেজি ভাষাভাষীদের কথা শুনে এবং সেগুলো বার বার পুনরাবৃত্তি করে বানান শিখা একটি সহজ উপায়।

আপনি চাইলে YouTube, Podcast, audio ইত্যাদি ব্যবহার করে ইংরেজি ভাষা শোনার দক্ষতা বাড়াতে পারেন এবং তা পুনরাবৃত্তি করে বানান শুদ্ধভাবে শিখে নিতে পারবেন।

৪. লেখার অনুশীলন করুন

বানান শুদ্ধ ও সাবলীল ভাবে আয়ত্ত করার জন্য লেখার অনুশীলন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 

বিভিন্ন জার্নাল, ছোট অনুচ্ছেদ, ইমেইল ইত্যাদি দেখে দেখে লেখার অনুশীলন করলে বানানও মুখস্থ হবে এবং ইংরেজি ভাষায়েও দক্ষতা আসবে।

৫. মনে রাখার কৌশল

ইংরেজি ভাষার বিভিন্ন জটিল বা কঠিন শব্দ মনে রাখার জন্য শব্দগুলোকে সংক্ষিপ্ত করে বা অল্প অল্প করে মুখস্থ করা যেতে পারে। 

আবার মনে রাখার জন্য কঠিন শব্দগুলোর বিভিন্ন চিত্র মনে মনে কল্পনা করে রাখলে তা মনে রাখা সহজ হয়। যেকোনো কঠিন শব্দ এভাবে সংক্ষিপ্ত আকারে বিভিন্ন চিত্রের সাথে কল্পনা করে মনে রাখা সম্ভব। 

৬. বানানের নিয়ম শিখুন

ইংরেজি বানানের যেই সাধারণ নিয়মগুলো রয়েছে সেইগুলার সাথে আগে আপনাকে পরিচিত হতে হবে।

উদাহরণস্বরূপ বলা যায় যে “Cake” এইখানে উচ্চারণের ক্ষেত্রে ‘e’ নীরব অর্থাৎ এখানে ‘e’ শব্দটি ব্যবহার হলেও এর উচ্চারণ হয় না। এভাবে সাধারণ বা বেসিক নিয়মগুলো জেনে নিলে জটিল বানানগুলো শেখা খুব সহজ হয়ে যাবে।

৭. ওয়ার্ড গেম খেলুন

কঠিন বানান শেখার প্রক্রিয়াটি আরো আনন্দদায়ক করার জন্য আপনি বিভিন্ন ধরনের ওয়ার্ড গেম খেলতে পারেন যা আপনার ইংরেজি বানান শেখার দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

বানান শেখার জন্য বিভিন্ন খেলা যেমন – Word guess, word meaning, word puzzle ইত্যাদি ধরনের খেলার মাধ্যমে আপনি বানান খুব সহজে শিখতে পারবেন।

ইংরেজি বানানের নিয়ম

সাধারণত ইংরেজি বানানের নিয়মগুলো কিছুটা জটিল হয়ে থাকে। তবে সঠিকভাবে সঠিক নিয়মগুলো জেনে নিলে বানান শেখা খুব সহজ হয়ে যাবে।

ইংরেজি বানানের বিভিন্ন ব্যতিক্রম নিয়মও আছে তবে এক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম হলো –

  • Cake, Ride, Hope এই শব্দগুলোতে ‘e’ থাকলেও তা নীরব। অর্থাৎ এখানে ‘e’ শব্দটি ব্যবহার হলেও উচ্চারণ হয় না।
  • Weight, Neighbour এই ধরনের বানানের ক্ষেত্রে ‘e’ আগে থাকলেও শব্দে ‘i’ এর উচ্চারণ আগে হয়।
  • এমন অনেক শব্দ আছে যেখানে বানান এর সাথে উচ্চারণ এর মিল থাকে না যেমন – Honest, Hour, Horn ইত্যাদি। এখানে ‘H’ এর উচ্চারণে ব্যতিক্রম দেখা যায়।
  • কোনো শব্দে একের অধিক সংখ্যা বুঝালে ‘s’ ba ‘es’ যুক্ত হয় যেমন – Books, Wishes, horses ইত্যাদি।
  • Cat, Corn ইত্যাদি শব্দে ‘c’ এর উচ্চারণ ‘k’ এর ন্যায় উচ্চারিত হয়।

এমন ধরনের অনেক নিয়ন আছে যা ইংরেজি বানান শেখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

ইংরেজি বানান শেখার বই

ইংরেজি বানান শেখার একটি দুর্দান্ত উপায় হলো  ইংরেজি বানান শেখার বই পড়া এবং সেটি অনুসরণ করা। আজকাল বাজারে বিভিন্ন ধরনের ইংরেজি শেখার বই পাওয়া যায় যেখানে ইংরেজি ভাষা শিক্ষার বেসিক থেকে শুরু করে গ্রামারসহ বানান শেখা এবং ইংরেজি ভাষায় দক্ষ হওয়ার বিভিন্ন বিষয় উল্লেখ করা থাকে।

এধরনের বই পড়ে খুব কম সময়েই বানান শুদ্ধ, সাবলীল ভাবে শেখা যায় এবং জড়তা কেটে যায়।

শেষ কথা

ইংরেজি আমাদের একটি আন্তর্জাতিক ভাষা যা চাহিদা দেশ বিদেশে অনেক বেশি। তবে ইংরেজি বানান শেখার ক্ষেত্রে ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ।

এটি এমন একটি দক্ষতা যা সময়ের সাথে সাথে অনুশীলনেট মাধ্যমে বিকাশ লাভ করে এবং জীবনকে উন্নত করতে সাহায্য করে।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *